X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফর্ম ফেরাতে স্থানীয় কোচের দ্বারস্থ সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৬:৩৫আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৬:৩৫

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব অল্প সময়েই ভক্তদের মন জয় করেছিলেন সৌম্য সরকার। ২০১৫ সালের বিশ্বকাপের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ব্যাটে ভর করেই অনেক ম্যাচ জেতে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু সময়ের স্রোতে ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে গেছে সৌম্যর ব্যাট। মাঝে মধ্যে দু-একটি ভালো ইনিংস খেললেও ধারাবাহিক ভাবে সেটি আর হচ্ছে না। সর্বশেষ ৯ ইনিংসে সর্বোচ্চ রান ৫১! এতেই স্পষ্ট কতটা চাপে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তাই নিজেকে ফিরে পেতে স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুলের দ্বারস্থ হয়েছেন তিনি।

গত দু’দিন স্থানীয় কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সৌম্য। মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘কালকে (সোমবার) আমি এখান থেকে যাচ্ছিলাম, তখনই সৌম্যের সাথে দেখা। সে বললো, ‘স্যার আমার সাথে একটু কাজ করেন।’ সৌম্যদের ব্যাচটার অনূর্ধ্ব-১৭ থেকে আমি কোচ ছিলাম। দিনশেষে ওরা মনে করে যে, পুরনো স্যারদের কাছে ফিরে যাই। ওই আস্থা থেকে হয়তো বলছে, ‘স্যার একটু দেখেন’।’’

ফর্মহীনতার কারণে সৌম্য কিছুটা আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন বলে মনে করেন স্থানীয় এই কোচ, ‘গতকাল (সোমাবার) কিছুক্ষণ ছিলাম, আজকে আসলাম। সৌম্য অনেকদিন রান করতে পারছে না, কিছুটাতো ডিমোরালাইজ। যেহেতু আমাদের দিয়ে হাতেখড়ি, কিছু দায়-দায়িত্ব আমাদের থাকেই। আমরা যদি কিছুটা হলেও তাদের ফর্মে ফিরিয়ে আনতে পারি, সেটা আমাদের কাছেও ভালো লাগবে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে, অল্প কিছু টেকনিক্যাল সমস্যাতো হয়েছেই, না হলে হয়তো রান করতে পারতো। সৌম্য বুঝতে পেরেছে যে, ওর ব্যালেন্সিংয়ে কিছুটা সমস্যা ছিল। ওটা নিয়েই কাজ করা হচ্ছে, অন্য সব ঠিকঠাক আছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ