X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

পিএসজিকেই ভালোবাসলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২১, ২১:০৭আপডেট : ০৮ মে ২০২১, ২১:০৭

কত গুঞ্জন, কত আলোচনা! বিষয়, নেইমারের বার্সেলোনায় ফেরা। শোনা যাচ্ছিল, সামনের গ্রীষ্মের দলবদলেই প্যারিস সেন্ত জার্মেই থেকে কাতালুনিয়ার রাজধানীতে ফিরবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সব গুঞ্জন, আলোচনায় জল ঢেলে দিলেন নেইমার ও পিএসজি। বার্সেলোনা নয়, পিএসজিকেই ভালোবাসলেন নেইমার। প্যারিসে ক্লাবটিতে আরও চার বছর থাকছেন তিনি।

শনিবার এসেছে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা। পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন নেইমার। আগামী মৌসুম, অর্থাৎ ২০২১-২২ মৌসুম পর্যন্ত ছিল চলমান চুক্তি। তার সঙ্গে আরও তিন বছর যোগ হয়েছে। যদি এবারের চুক্তির মেয়াদ পূর্ণ করেন নেইমার, তাহলে প্যারিসে কাটিয়ে দেবেন আট বছর।

২০১৭ সালের গ্রীষ্মের দলবদলে বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন এই ফরোয়ার্ড। এরপর থেকে তার আবার বার্সেলোনায় ফেরার গুঞ্জন শুরু হয়। অনেক আলোচনার পর পিএসজির প্রজেক্টের ওপরই আস্থা রেখেছেন নেইমার। এমনকি সেটা ফরাসি ক্লাবটির আরেকবার চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতা সঙ্গী হওয়ার পরও।

অথচ এই নেইমার বার্সেলোনায় ফিরতে উঠেপড়ে লেগেছিলেন। গত গ্রীষ্মের দলবদলে ন্যু ক্যাম্পে ফিরতে সাবেক ক্লাবের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করেছিলেন। এমনকি ‍তার সাবেক সতীর্থ- মেসি-পিকেরা মিলে জোর দাবি করেছিলেন বোর্ডের কাছে, যেন তারা নেইমারকে ফিরিয়ে আনে। যদিও কয়েক দফা আলোচনার পর ভেস্তে যায় সব। কিন্তু বার্সেলোনা হাল ছড়েনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর ছিল, এবারের দলবদলে আবারও নেইমারকে ফেরাতে মাঠে নামবে বার্সেলোনা।

যদিও নেইমার সে পর্যন্ত অপেক্ষা করেননি। ‘ভালোবাসা’ জমা রাখলেন তিনি পিএসজির জন্যই। বার্সেলোনার প্রেমে মজে গত কয়েক বছর যেভাবে আলোচনায় ছিলেন, সেটি থামিয়ে দিয়ে প্যারিসেই ‘স্থায়ী’ হলেন এখনকার ফুটবলের অন্যতম সেরা তারকা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল