X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সাকিবদের স্পিন কোচ হেরাথ, ব্যাটিং কোচ সিডন্স?  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৭:০৮আপডেট : ৩১ মে ২০২১, ১৭:০৮

গত এক বছর ধরেই স্পিন কোচ ছাড়া খেলছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে ড্যানিয়েল ভেট্টরি কোচিংয়ের দায়িত্বে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে ছিলেন না সাবেক কিউই এই ক্রিকেটার। করোনার কারণেই মূলত দেশের বাইরে যেতে পারেননি। যে কারণে তাকে নিয়ে আর বিসিবির আগ্রহ নেই। এতোদিন স্পিন বোলিং কোচ ইস্যুতে চুপচাপ থাকলেও অবশেষে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুনে জিম্বাবুয়ে সফরের আগেই স্পিন বোলিং কোচের পাশাপাশি ব্যাটিং কোচও নিয়োগ দিতে চাচ্ছে বিসিবি।

কোচ নিয়োগ ইস্যুতে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা আগেও বলেছি যে এই কোভিডের সময় কোচ নেওয়াটা কঠিন। তারপরও আমরা চেষ্টা করছি। আশা করি জিম্বাবুয়ে যাওয়ার আগে আমরা কোচ নিতে পারবো। যেহেতু জিম্বাবুযে সিরিজের পরপরই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আসবে। তাই আমরা এখনই চেষ্টা করছি।’

অবশ্য আকরাম খানের এই কথাতেই স্পষ্ট যে ভেট্টরিকে আর চায় না বিসিবি। কিউই এই ক্রিকেটারের সঙ্গে ১০০ দিনের চুক্তি ছিল, ‘করোনার এই পরিস্থিতি তাকে (ভেট্টরি) এখন পাওয়া কঠিন। আর এ কারণেই তার ব্যাপারে আমরা আগ্রহ দেখাচ্ছি না।’

তবে কোচ হিসেবে কাদের সঙ্গে আলোচনা চলছে, এ নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি বিসিবি। একটি সূত্রে জানা গেছে, ব্যাটিং কোচ হিসেবে বিসিবির পছন্দের তালিকায় এক নম্বরে আছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। অন্যদিকে স্পিন কোচ হিসেবে বিসিবির পছন্দ লঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ।

এখনো ঘরোয়া ক্রিকেট চালিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন লঙ্কান স্পিনার হেরাথ। কোচ হিসেবে সেভাবে অভিজ্ঞতা নেই। তবুও তাকে পছন্দের তালিকায় রেখেছে বিসিবি! তাকে নিয়েই বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে যাওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে।

যদিও আকরাম খান জানিয়েছেন কোন কিছুই চূড়ান্ত হয়নি এখনো, ‘এশিয়া থেকে তিন জন স্পিন কোচের সঙ্গে কথা হয়েছে।  আমরা দুই-তিন দিনের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। সত্যি কথা বলতে কি, স্পিন কোচের ব্যাপারে আমাদের সোহেলকেও অনেক প্লেয়ার চাচ্ছে। তাই আমরা সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবো।’

এদিকে ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্সের নাম আসার কারণ বর্তমান কোচ লুইসকে নিয়ে অসন্তুষ্টি। তাকে ঘিরে অভিযোগ রয়েছে অলস প্রকৃতির জন তামিম-মুশফিকদের নিয়ে খুব একটা কাজ করেন না!

এই কারণেই জনের বদলে আনা হতে পারে সাবেক কোচ সিডন্সকে। যার অধীনে চার বছরে বড় দলের বিপক্ষে দেশে-বিদেশে বেশ কিছু ওয়ানডে সিরিজ জেতা ছাড়াও ব্যাটিং বিভাগে তামিম-সাকিবরা যথেষ্ট উন্নতি করেছিল।

এ প্রসঙ্গে আকরাম খান বলেছেন, ‘স্পিন কোচ ছাড়াও  নতুন ব্যাটিং কোচ নিয়ে আলোচনা হয়েছে। লুইসের ব্যাপারে কারো কারো আগ্রহ আছে, কারো কারো নেই। প্রথমে ওর সিদ্ধান্তটা আমরা নেবো। ওকে যদি না রাখি, তাহলে আমাদের হাতে বেশ কয়েকজন রয়েছে। এরমধ্যে একজন আছেন যিনি আগেও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। সবকিছু ঠিক করতে হয়তো ৩/৪ দিন সময় লাগবে।’

সংক্ষিপ্ত তালিকার কোচদের নাম জানতে চাইলে আকরাম খান বলেন, ‘আমরা আগে বলে দিলে যারা আগ্রহ দেখায় তারা পরে সেটি হারিয়ে ফেলে। তাই আমাদের নাম বলতে নিষেধ করা হয়েছে। এবার আমরা বেশিরভাগ লং টার্ম চিন্তা করবো। তালিকায় কিছু কোচ আছে, যাদের আমরা ২-৩ টা সিরিজের জন্য নিয়ে দেখবো। যদি ভালো করে, তাহলে আমরা কন্টিনিউ করবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ