শাইনপুকুরের হয়ে প্রতিটি ম্যাচেই ভালো শুরু পাচ্ছিলেন যুব বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু শুরু ভালো হলেও ইনিংস বড় করতে পারছিলেন না এই তরুণ। অবশেষে শুক্রবার ওল্ড ডিওএইচএসের বিপক্ষে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেছেন ‘ছোট’ তামিম। তার ইনিংসে ভর করেই আজ (শুক্রবার) ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে শাইনপুকুর।
বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের দেওয়া ১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২ রানে রবিউল ইসলাম রবিকে হারিয়ে চাপে পড়ে শাইনপুকুর। তবে তামিম ও অধিনায়ক তৌহিদ হৃদয়ের ৯৫ রানের জুটিতে জয়ের পথ খুঁজে পায়। হৃদয় (২৮) ও মাহিদুল অঙ্কন (৫) ফিরে গেলেও জয় পেতে কষ্ট হয়নি শাইনপুকুরের। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। তামিম ৭৯ রানের ইনিংস খেলার পথে নিজেকে ছাড়িয়ে গেছেন। ৫৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ক্যারিয়ারসেরা ইনিংসটি সাজিয়েছেন তিনি।
ওল্ড ডিওএইচএসের আসাদুজ্জামান পায়েল সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি নেন রাকিবুল হাসান।
এর আগে টস হেরে ব্যাটিং পাওয়া ওল্ড ডিওএইচএস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। শাইনপুকুরের বোলারদের বিপক্ষে একমাত্র সফল ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ রাকিব। তিনি ৫৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মাহমুদুল হাসান জয়ের (২১) ব্যাট থেকে।
শাইনপুকুর বোলারদের মধ্যে সুমন খান ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নিয়েছেন।