X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাকিব ইস্যুতে সংবাদ সম্মেলন স্থগিত করেছে মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৩:৪৯আপডেট : ১৪ জুন ২০২১, ১৩:৪৯

প্রিমিয়ার লিগে দুই দফা অক্রিকেটীয় আচরণ করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা আর্থিক জরিমানার শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। নিষিদ্ধ হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটভক্ত থেকে শুরু করে ক্রিকেটাঙ্গনের সবার কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন মোহামেডানের এই অধিনায়ক। তবে মিডিয়ার কাছে সাকিব কিছু বলেননি। রবিবার মোহামেডান কর্তৃপক্ষ বলেছিল, আজ সোমবার বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাকিবসহ নিজেদের অবস্থান তুলে ধরবেন তারা। কিন্তু আকস্মিকভাবে সকালে তারা নতুন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেটি আপাতত স্থগিত করা হয়েছে।

এর আগে রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহামেডান জানায়, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের মধ্যকার ম্যাচে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে মোহামেডান দলের অধিনায়কের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং শাস্তিসহ অন্যান্য বিষয়ে সাকিব ক্লাবের নিজস্ব মতামত প্রদান করবেন। কিন্তু সোমবার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। পরে এর তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

এর আগে অবশ্য ক্লাব কর্মকর্তা সূত্রে জানা যায়, জৈব সুরক্ষা বলয়ের কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারতেন না সাকিব। লিখিত বক্তব্য পাঠ করার কথা ছিল তার। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে সাকিবের অংশগ্রহণ করার কথাও বলা হয়।

প্রসঙ্গত, শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনী-মোহামেডান ম্যাচে মেজাজ হারিয়ে ‘অক্রিকেটীয় আচরণের’ শাস্তি হিসেবে তিন ম্যাচ নিষিদ্ধ হন সাকিব। আবাহনী ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে মুশফিকুর রহিমকে আউট না দেওয়ায় সাকিব স্টাম্প লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরের ওভারে আম্পায়ার বৃষ্টির কারণে মাঠ কাভার দিয়ে ঢাকার নির্দেশ দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এবার তিনটি স্টাম্প উপড়ে আছাড় মারেন। এমন ঘটনার পর মাঠের বাইরেও সেটি নিয়ে বেশ কিছু সময় উত্তেজনা বিরাজ করেছিল।

সবশেষ আবাহনী ডাগআউটের সামনেও তাকে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। এমন সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন ড্রেসিং রুম ছেড়ে এগিয়ে যেতে থাকেন মোহামেডানের ড্রেসিং রুমের দিকে। তেড়ে যেতে দেখা যায় সাকিবকেও। দুই দলের ক্রিকেটাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তখন। তবে বৃষ্টি কমার পর ম্যাচ শুরুর আগে আবাহনীর ড্রেসিং রুমে গিয়ে সাবেক এই ক্রিকেটারের কাছে ক্ষমা চান বিশ্বসেরা অলরাউন্ডার।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?