X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৯:৫৫আপডেট : ১৭ জুন ২০২১, ১৯:৫৫

মোহামেডানের হয়ে সুপার লিগ না খেলেই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলতি লিগের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। ম্যাচটি খেলে দেরি করছেন না তিনি। শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ারলাইন্সের এই ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে সাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র।

পরিবারের সান্নিধ্য পেতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব। দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। আইপিএল, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এখন প্রিমিয়ার লিগে খেলছেন এই বলয়ে থেকে। তাই মানসিকভাবে চাঙা হতে পরিবারের কাছে ছুটে যাচ্ছেন তিনি।

এই কারণে মোহামেডানের কাছে আবেদন করে ছুটি চেয়েছেন সাকিব। যদিও যুক্তরাষ্ট্রে যেতে মোহামেডানের ছুটিই যথেষ্ট ছিল না। বিসিবির অনুমতি নিতে হতো সাকিবের। বুধবার বিসিবিতে আবেদন করেন তিনি। বিসিবি আবেদন মঞ্জুর করায় মোহামেডানও সাকিবকে ধরে রাখছে না। তাকে ছাড়াই সুপার লিগ খেলবে ঐতিহ্যবাহী ক্লাবটি।

মোহামেডানের হয়ে সপ্তম ম্যাচ চলাকালীন মাঠে স্টাম্পে লাথি, স্টাম্প তুলে আছাড় মারা ও আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করায় তিন ম্যাচ ও ৫ লাখ টাকা জরিমানার শাস্তি পান সাকিব। শাস্তি শেষে আজ মাঠে ফিরেছেন তিনি। যদিও ফেরাটা ভালো হয়নি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ রান করেই ফিরে যান তিনি।

মোহামেডানের হয়ে এবারের লিগে ৮ ম্যাচে ব্যাটিংয়ে খুব একটা ভালো করেননি। ১৫ গড়ে তার মোট রান ১২০। দুই ইনিংসে রানের খাতা খোলার আগেই ফিরেছেন। বল হাতেও ভালো সময় যায়নি তার। ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার (গাজীর বিপক্ষে ম্যাচ বাদে)।

/আরআই/কেআর/
সম্পর্কিত
দুই ম্যাচ আগেই ভারতের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ