X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সাকিববিহীন মোহামেডানের আরেকটি বাজে দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ২২:৩৪আপডেট : ২১ জুন ২০২১, ২২:৩৪

আগের দিন আবাহনীর বিপক্ষে ৬০ রানের হারের পর আজ (সোমবার) প্রাইম ব্যাংকের বিপক্ষেও হারলো মোহমেডান। সাদা-কালো দলের দেওয়া ১৫৫ রানের জবাবে খেলতে নেমে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক। ফলে সাকিববিহীন মোহামেডানের আরেকটি বাজে দিন কাটলো।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৫ রানেই রনি তালুকদারকে (৯) হারায় প্রাইম ব্যাংক। এরপর দ্বিতীয় উইকেটে রুয়েল মিয়া ও এনামুল হক বিজয় মিলে ৬৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। এনামুলের (১৪) বিদায়ের পর রুয়েল মিয়াও বিদায় নেন ৬৫ রানের ইনিংস খেলে। ৪০ বলে ৯ চার ও ২ ছক্কায় রুয়েল নিজের ইনিংসটি সাজিয়েছিলেন।

রুয়েলের বিদায়ের পরও জয়ের পথেই ছিল প্রাইম ব্যাংক। শেষ ১২ বলে ২০ রান প্রয়োজন ছিল প্রাইম ব্যাংকের। আবু হায়দার রনির ১৯তম ওভারে চার বাউন্ডারিতে জয় একরকম নিশ্চিত হয়ে যায় এনামুলের দলের। ওই ওভারে রনির কাছ থেকে রাকিবুল-নাঈম তুলে নেন ১৯ রান। শেষ ওভারে তখন প্রয়োজন ১ রানের, আবু জায়েদের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ৫ উইকেটের জয় জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক।

মোহামেডানের বোলারদের মধ্যে আসিফ হাসান, আবু জায়েদ ও শুভাগত হোম একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহামেডান ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে। ওপেনিংয়ে নামা পারভেজ হোসেন ইমনের টর্নেডো ইনিংসের ওপর ভর করে বড় সংগ্রহের ভিত পেয়েছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানরা বড় স্কোর গড়তে না পারায় ১৫৪ রানেই থেমে যায় মোহামেডান। কুড়ি ওভারের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ইমন আজ ২০ বলে ২ চার ও ৫ ছক্কায় খেলেছেন ৪৫ রানের ইনিংস।

শরিফুল ইসলামের প্রথম ওভারে দুই চার ও দুই ছক্কায় ঝড় তুলেছিলেন ইমন। এরপর মোস্তাফিজুর রহমানের ওভারে সেই লক্ষ্যে ব্যাট চালিয়েছিলেন। কিন্তু মোস্তাফিজের অফ কাটার বলটি মিড অনে লং শট খেলতে গিয়ে শরিফুলের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে মাহমুদুল হাসান ২৯ বলে অপরাজিত ৩২ ও শুভাগত হোমের ১৫ বলে ২৫ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে মোহামেডান।

প্রাইম ব্যাংকের মোস্তাফিজ ও শরিফুল ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া মনির হোসেন ও নাঈম হাসান নিয়েছেন একটি করে উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা