X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ‘অখ্যাত’ দুই ব্যাটসম্যানের বিশ্বরেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ২০:৪৪আপডেট : ২৩ জুন ২০২১, ২০:৪৪

রেলিগেশন লিগে লেজেন্ডেস অব রূপগঞ্জ ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের লড়াই পরিণত হয়েছিল নিয়মরক্ষার ম্যাচে। ওল্ড ডিওএইচএসকে হারিয়ে আগের ম্যাচেই অবনমন ঠেকিয়েছে রূপগঞ্জ। অন্যদিকে লিগে কোনও ম্যাচ না জেতা পারটেক্স অনেক আগেই অবনমিত হয়েছে। তবে নিজেদের শেষ ম্যাচটি খেলতে নেমে পরিসংখ্যানের খাতা ওলটপালট করে দিয়েছেন পারটেক্সের দুই ‘অখ্যাত’ ব্যাটসম্যান- ইসহারুল ইসলাম ও জয়নুল ইসলাম। গড়েছেন টি-টোয়েন্টিতে নবম উইকেটে জুটির বিশ্বরেকর্ড।

রূপগঞ্জের দেওয়া ২০১ রানের জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পারটেক্স। অষ্টম উইকেট হিসেবে শাহাদাত হোসেন যখন আউট হন, তখন পারটেক্সের রান ১৫ ওভারে ১০০। ইসহারুল ইসলাম ও জয়নুল ইসলাম শেষ ৫ ওভারে যোগ করলেন ৭৩ রান। আর তাতেই কুড়ি ওভারের ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ডে যুক্ত হয়ে যান তারা। নবম উইকেট জুটিতে এর আগের বিশ্বরেকর্ড ছিল কোরি অ্যান্ডারসন ও জভ ডেভির। ২০১৭ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে সমারসটের হয়ে ৬৯ রানের জুটি গড়েছিলেন তারা।

ইসহারুল ২২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৮ রানে। অন্যদিকে জয়নুল ১৪ বলে ১ চার ও ৪ ছক্কায় খেলেন হার না মানা ৩৭ রানের ইনিংস। দুই ব্যাটসম্যানের এমন বিধ্বংসী ইনিংসের পরও জিততে পারেনি পারটেক্স। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামে প্রথম বিভাগে নেমে যাওয়া এই দলটি। হেরেছে ২৭ রানে।

রূপগঞ্জের হয়ে ৩ উইকেট নেন সোহাগ গাজী। ২ উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম।

এর আগে রূপগঞ্জের হয়ে ইনিংস দারুণ শুরু করেন দুই ওপেনার মেহেদী মারুফ ও জাকের আলী। উদ্বোধনী জুটিতে ১৬৯ রান তোলেন তারা। যা বাংলাদেশে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১২ সালে বিপিএলে লুইস ভিনসেন্ট ও শাহরিয়ার নাফীস ১৯৭ রান করেছিলেন তারা। বড় জুটি গড়লেও দুর্ভাগ্য কেউই তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে মেহেদী আউট হন শাহাদাত হোসেনের বলে। ৬৩ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলেন মেহেদী। অন্যদিকে ৪৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৬ রান করে আউট হন জাকির। এই দুই ব্যাটসম্যানের ঝড়ে ৩ উইকেট হারিয়ে রূপগঞ্জ সংগ্রহ করে ২০০ রান।

শাহাদাত হোসেন ও নিহাদুজ্জামান একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু