X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সাড়ে চার বছর পর ম্যাচ খেলছেন সোহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ১৩:৪১আপডেট : ২০ জুলাই ২০২১, ১৩:৪৪

সময়ের হিসেবে কেটে গেছে পাক্কা সাড়ে চারটি বছর। বাংলাদেশ দল এই সময়টাতে বহু ওয়ানডে খেললেও ম্যাচ খেলার সুযোগ হয়নি উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। অথচ উইকেটকিপার হিসেবে বাংলাদেশের অন্যতম সেরা হিসেবেই ধরা হয় তাকে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জায়গা পেয়েছেন একাদশে।

ম্যাচের আগের দিন থেকেই বোঝা যাচ্ছিল, শেষ ওয়ানডেতে সুযোগ মিলতে পারে এই উইকেট কিপার ব্যাটসম্যানের। মিরাজের হাতে খানিকটা ব্যথা থাকায় তাকে বিশ্রাম দিয়েই সোহানকে সুযোগ দেওয়া হয়েছে। তাতে করে অবশ্য একটি স্পিনিং অপশন কমে গেছে বাংলাদেশের। কিন্তু মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন মিলে সেটি পূরণ করতে পারবেন।

২০১৬ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন সোহান। ওই সফরেই তার অভিষেক হয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডেতে ৬৮ রান করেছিলেন। এর পর অনেকদিন ডাক না পেলেও সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সে কপাল খুলে যায় তার।সর্বশেষ ঢাকা লিগে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য। শেখ জামালকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রতিটা ম্যাচে। তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই সুযোগ পেয়েছেন।

সোহান সর্বশেষ গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন। যদিও কোন ম্যাচ খেলার সুযোগ পাননি। অবশেষে দীর্ঘ সাড়ে চার বছর পর ম্যাচ খেলার সুযোগ এলো তার সামনে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সোহানকে নিয়ে তামিম বলেছিলেন, ‘সোহান অত্যন্ত ভালো করেছে। এমন নয় একটা টুর্নামেন্টে, গত ৪-৫ টুর্নামেন্টেই সে ভালো করছে। এজন্যই তাকে দলে রাখা হয়েছে। সে একাদশে জায়গা পাওয়ার অন্যতম একজন দাবিদার। তাকে নিয়ে আমার আত্মবিশ্বাস আছে। আমি নিশ্চিত সুযোগ পেলে ও ভালো করবে। যে কোনও অধিনায়কই তাকে দলে রাখলে খুশি হবে। সোহান দলে পজিটিভ ভাইব নিয়ে এসেছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল