X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সাকিবের সঙ্গে ট্রফি জিতে গর্বিত শামীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ২১:৩৯আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৪৩

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের হাত থেকেই অভিষেক ক্যাপ পেয়েছেন শামীম হোসেন। প্রথম ম্যাচে ২৯ রানের বিস্ফোরক ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। তবে নিজের দ্বিতীয় ম্যাচে আর ভুল করেননি। ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছেন এই তরুণ। তার ব্যাটেই টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সফরকারীরা।

সিরিজ জয়ের পর সাকিবের সঙ্গে ট্রফি হাতেই ছবি তুলে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। ক্যাপশন দিয়ে শামীম লিখেছেন সাকিবের সঙ্গে প্রথম আন্তর্জাতিক সিরিজ জিতে তিনি গর্বিত, ‘আলহামদুলিল্লাহ, অভিষেকের পরে আমি প্রথম সিরিজ জিতেছে। সাকিব ভাইয়ের সাথে আন্তর্জাতিক সিরিজ জিততে পেরে গর্বিত। ইনশাআল্লাহ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

বাবার মৃত্যুর খবর শুনে দ্রুতই দেশে ফিরে আসেন আমিনুল ইসলাম বিপ্লব। সতীর্থের শোকে মর্মাহত শামীম নিজের ইনিংসটি তাই আমিনুল ইসলামকে উৎসর্গ করেছেন। লিখেছেন, ‘বিশেষ উৎসর্গ আমিনুল ইসলাম বিপ্লবকে। আল্লাহ আপনার বাবা হারানোর শোক ভুলিয়ে দিক, আর আপনার বাবাকে জান্নাত দান করুক।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসার পর বেশ কয়েকটি টুর্নামেন্ট ও সিরিজে দারুণ ছন্দে ছিলেন শামীম। যেমন আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে ঝড় তুলেছিলেন। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তো সেরা ফিল্ডার হয়ে মাহমুদউল্লাহর কাছ থেকে ব্যাটই উপহার পেয়েছিলেন। প্রাইম দোলেশ্বরের হয়ে সর্বশেষ ঢাকা লিগে ব্যাট কিংবা বোলিংয়ে খুব একটা সুযোগ না পেলেও ফিল্ডিংয়ে নিজের কাজটা ঠিকই করে গেছেন। পেয়েছেন সেরা ফিল্ডারের পুরস্কার। এই কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে কুড়ি ওভারের ফরম্যাটে তার ওপর আস্থা রাখেন নির্বাচকরা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড