X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সিরিজ জেতানোর ‘পুরস্কার’ পেলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২১, ১৮:৪২আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৮:৪৪

সাড়ে চার মাস পর ফিরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। আর ফিরেই সৌম্য সরকার দেখিয়ে দিলেন, নিজেকে প্রমাণের জন্য তিনি কতটা মুখিয়ে ছিলেন। প্রথম টি-টোয়েন্টিতে ফিফটি, এরপর সিরিজ নির্ধারণী ম্যাচে আরেকটি অসাধারণ হাফসেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জিতিয়ে সেরার পুরস্কার পেয়েছেন। এবার আইসিসি থেকেও পারফরম্যান্সের ‘পুরস্কার’ পেলেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ হয়েছে আজ (বুধবার)। টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন সৌম্য। নতুন র‌্যাঙ্কিংয়ে বাঁহাতি ব্যাটসম্যান রয়েছেন ৩৪তম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স তাকে নিয়ে গেছে ওপরে।

প্রথম টি-টোয়েন্টিতে সৌম্য ৪৫ বলে খেলেছিলেন ৫০ রানের ইনিংস। দলের জয়ে হয়েছিলেন ম্যাচসেরা। দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে না পারলেও তৃতীয় টি-টোয়েন্টিতে আবার জ্বলে ওঠে তার ব্যাট। সিরিজ নির্ধারণী ওই ম্যাচে ৪৯ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৬৮ রানের ইনিংস। তিন ম্যাচের ওই সিরিজের পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার।

টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শিখর ধাওয়ানের। অধিনায়ক হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথম টি-টোয়েন্টিতে এই ব্যাটসম্যান ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলে ভারতের ৩৮ রানের জয়ের পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ধাওয়ান দক্ষিণ আফ্রিকার ওপেনার রিজা হেনড্রিকসের সঙ্গে যৌথভাবে রয়েছেন ২৯ নম্বরে। হেনড্রিকস তিন ধাপ এগিয়েছেন। শীর্ষ দশে অবশ্য কোনও পরিবর্তন নেই। এক নম্বর জায়গা ধরে রেখেছেন ইংল্যান্ডের ডেভিড মালান।

এদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন শ্রীলঙ্কান স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা। একধাপ এগিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ দ্বিতীয় স্থানে আছেন তিনি। হাসারাঙ্গা ওপরে ওঠায় একধাপ নিচে নেমে গেছেন রশিদ খান। বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ