X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

মাহমুদউল্লাহর বিশ্বাস, ব্যাটিং ভালো হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৫:৩৯আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৫:৩৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও ব্যাটিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ওপেনিং জুটি ভোগাচ্ছে স্বাগতিকদের। প্রথম ম্যাচে নাঈম শেখ কিছুটা ভালো খেললেও বাকি দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে সৌম্য সরকার তিন ম্যাচেই রান পাননি, আউট হয়েছেন বাজেভাবে। আজ (শনিবার) চতুর্থ টি-টোয়েন্টিতে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরুর দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই অজিদের হোয়াইটওয়াশ করার পথে এগিয়ে যাবে লাল-সবুজ জার্সিধারীরা।

প্রথম ম্যাচে ১৩১ রানের পর তৃতীয় ম্যাচে ১২৭ রান করে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে পরে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার ১২১ রান সহজেই টপকে যায়। ম্যাচ জিতলেও ব্যাটিংটা ‘পারফেক্ট’ হচ্ছে না স্বাগতিকদের। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর মাহমুদউল্লাহ নিজেদের ব্যাটিংয়ের উন্নতি নিয়ে কথা বলেছেন, ‘আমার মনে হয়, ব্যাটিংয়ে আমাদের আরও একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমার মনে হয়, সেই সামর্থ্য আমাদের আছে। এই কন্ডিশনে মানিয়ে নিয়ে আমরা যদি ব্যাটিংটা আরও ভালো করতে পারি, আরও ১০ রান যদি আমরা বেশি করতে পারি, তাহলে আমাদের বোলারদের এটা আত্মবিশ্বাস দেবে।’

কন্ডিশনের কারণে মিরপুরের উইকেটে ব্যাটিং করা কিছুটা কঠিন। বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘জিম্বাবুয়েতে যেমন কন্ডিশন ছিল, ওখানে ব্যাটসম্যানদের দায়িত্বটা বেশি ছিল। আমার মনে হয় এখানে যেমন উইকেট, বোলারদের দায়িত্বটা একটু বেশি।’

যদিও কোনও অজুহাত দিতে চান না মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী দুই ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করবেন বলে বিশ্বাস তার, ‘অবশ্যই আমাদের ব্যাটিংটা আরও ভালো করা উচিত। আমি বিশ্বাস করি, বাকি দুই ম্যাচে আমাদের ব্যাটিংটা ভালো হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক