X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

কায়সার সিনহা সংগঠক সম্মাননা দিচ্ছে বিএসপিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:২১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:২১

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ক্রীড়া সংগঠকদের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মরহুম আফজালুর রহমান সিনহার (কায়সার সিনহা) পরিবারের পৃষ্ঠপোষকতায় এই সম্মাননার নামকরণ করা হয়েছে ‘কায়সার সিনহা সংগঠক সম্মাননা’।

প্রতি বছর তিনজন ক্রীড়া সংগঠককে দেওয়া হবে এই সম্মাননা। একটি নিরপেক্ষ বিচারক প্যানেল সম্মাননার জন্য ক্রীড়া সংগঠক মনোনয়নের কঠিন কাজটি করবে। চলতি বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আয়োজন করা হবে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি।

আজ (শনিবার) ঢাকা ক্লাবে এই উদ্যোগের ঘোষণা অনুষ্ঠানে বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং মরহুম কায়সার সিনহার ছেলে ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক ফাহিম সিনহা।

একই মঞ্চে আগত অতিথিরা বিএসপিএর সাবেক সভাপতি ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুনের সম্পাদনায় কায়সার সিনহার স্মৃতিচারণমূলক স্মারক গ্রন্থ ‘বর্ণিল স্মৃতি অমলিন কীর্তিঃ কায়সার সিনহা’-এর প্রচ্ছদ উন্মোচন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘নতুন ধরনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। আমি বাসা থেকে বের হই না, কিন্তু যখন শুনলাম কায়সার ভাইকে নিয়ে এই উদ্যোগ, তখন না এসে পারলাম না। উনি ছিলেন ভালো ব্যবসায়ী, সফল সংগঠক।’

সঙ্গে যোগ করেছেন, ‘কায়সার ভাইকে বিসিবির ফিন্যান্সের দায়িত্ব দেওয়ার পর আমি কোনও দিন তার কাছে কোনও কাগজ দেখতে চাইনি। উনি এতটাই আস্থাভাজন ছিলেন। বিসিবির এই যে এখন এত ফান্ড, সিস্টেম, পেশাদরিত্ব, সেটা সিনহা ভাই করে গেছেন। তিনি এত ভদ্র, অমায়িক মানুষ- আমার জীবনেও এমন মানুষ দেখিনি।’

এছাড়া অনুষ্ঠানে মরহুম কায়সার সিনহাকে নিয়ে স্মৃতিচারণ করেন অনেকেই।

/টিএ/কেআর/
সম্পর্কিত
ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন বুলবুল
বিসিবির নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
রজতজয়ন্তীর দিনে হোম অব ক্রিকেটে অনার্স বোর্ড
সর্বশেষ খবর
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ