X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ওয়ানডে, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন কোহলি!

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৪

আগামী কয়েক মাসের মধ্যে বড় ধরনের পরিবর্তন হতে পারে ভারতীয় ক্রিকেটে। ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলি। মূলত টেস্ট নেতৃত্ব ও নিজের ব্যাটিংয়ে মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত প্রভাবক হিসেবে কাজ করছে। তেমনটি হলে কোহলির বদলে ওয়ানডে, টি-টোয়েন্টির অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা।

দ্য টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, হয়তো অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই পরিবর্তন দেখা যেতে পারে। কোহলি এরই মধ্যে নেতৃত্ব ভাগাভাগির বিষয়টি রোহিত শর্মার সঙ্গে আলোচনা করেছেন।

অস্ট্রেলিয়ায় জয়ের পর পরই নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি কোহলির মাথায় আসে। এ নিয়ে তখন ম্যানেজমেন্ট ও রোহিতের সঙ্গেও তার দীর্ঘ আলোচনা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘কোহলি নিজেই সিদ্ধান্তের কথা জানাবে। ও চাইছে ব্যাটিংয়ে মনোযোগী হতে। নির্ভার হয়ে বিশ্বসেরা ব্যাটসম্যান হওয়ার দিকেই মনোনিবেশ করতে চাইছে।’

২০১৮ সাল থেকে এখন পর্যন্ত বেশ কিছু ঐতিহাসিক টেস্ট জিতেছে ভারত। যার নেতৃত্বে ছিলেন কোহলি। এখন সামনেও প্রোটিয়াদের বিপক্ষে একই ফলাফল পেতে সবাই মুখিয়ে আছে। কিন্তু কোহলি মনে করছেন, তিন ফরম্যাটের ‘নেতৃত্ব’ তার ব্যাটিংয়ের ওপর প্রভাব ফেলছে খুব। বোর্ডের ওই মুখপাত্র আরও বলেছেন, ‘ভারতের দৃষ্টিতে সামনের টেস্টটি জিতলে ঐতিহাসিক এক চক্র পূরণ হবে। কিন্তু কোহলির মত, সব ফরম্যাটের অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে ভীষণ প্রভাব ফেলছে। সেজন্য বাড়তি সময় ও নির্ভার থাকাটা জরুরি। কারণ তার আরও বেশি অবদান রাখার মতো যোগ্যতা রয়েছে। তাই রোহিত যদি সাদা বলের দায়িত্ব নিয়ে নেয়। তাহলে কোহলি টেস্টে ভারতকে নেতৃত্ব দিতে পারবে, পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টির ব্যাটিংয়েও মনোযোগ দিতে পারবে।’

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’