X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

আইপিএল ছাড়া নিয়ে যা বললেন গেইল

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ১৭:৪৪আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৭:৪৮

ক্যারিবিয়ান প্রিমিয়ার ‍লিগের শিরোপা জিতেই আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়ে গেছেন ক্রিস গেইল। ব্যস্ত সূচিতে এমনিতেই নিঃশ্বাস ফেলার উপায় নেই, এর ওপর আবার দুনিয়াজুড়ে চলমান করোনাভাইরাসে জীবন আরও কঠিন হয়ে উঠেছে। জৈব সুরক্ষা বলয়ে একরকম ‘বন্দি’ জীবনই কাটাতে হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে সতেজভাবে ফিরতে তাই ‘বন্দি’ থেকে ‘মুক্তি’ নিয়েছেন গেইল। চলতি আইপিএলে আর খেলবেন না ক্যারিবিয়ান হার্ডহিটার।

এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে খেলছিলেন গেইল। করোনা বিরতির পর সংযুক্ত আরব আমিরাতের পর্বে পাঞ্জাবের খেলা তিন ম্যাচের দুটিতে খেলেছেন ৪২ বছর বয়সী তারকা। যদিও সুবিধা করতে পারেননি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে ১৪ রান করার পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আউট হন মাত্র ১ রানে।

টানা জৈব সুরক্ষা বলয়ে থাকায় হাঁপিয়ে উঠেছেন গেইল। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বলয় ভাঙতে চেয়েছেন। নিজের মতো কিছু সময় কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেওয়ার ইচ্ছা তার। ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে বিশ্বকাপ। ক্যারিবিয়ানদের প্রথম লড়াই অবশ্য সুপার-১২ থেকে।

আইপিএল ছাড়ার ঘোষণা দিয়ে গেইল বলেছেন, ‘গত কয়েক মাসে আমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পর আইপিএলের বাবলের মধ্যে আছি। আমি আমার মানসিক প্রশান্তি ও নিজের সতেজতা চাই। যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করতে পারি।’

পাঞ্জাব কিংস তার সিদ্ধান্ত মেনে নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক, ‘আমাকে সময় দেওয়ার জন্য পাঞ্জাব কিংসের প্রতি কৃতজ্ঞ। আমার শুভকামনা ও প্রত্যাশা সবসময় থাকবে দলের সঙ্গে। সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা।’

এই বছর গেইলের চেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ছয় খেলোয়াড়। ক্যারিবিয়ান হার্ডহিটার ৩৭ ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, কোয়েটা গ্ল্যাডিয়েটরস ও পাঞ্জাবের হয়ে।

/কেআর/
সম্পর্কিত
হেড-অভিষেক ঝড়ে লণ্ডভণ্ড লখনউ, বিদায় মুম্বাইয়ের
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার