X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যা বলে গেলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২১, ১৭:১১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:১৭

নতুন বছরের শুরুতে মুমিনুল হকরা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু পারিবারিক কারণে ছুটি নেওয়া সাকিব আল হাসান খেলছেন না দুই টেস্টের সিরিজে। বুধবার রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে নতুন বছরে ভালো কিছুর প্রত্যাশার কথা শুনিয়ে গেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব ঠিকঠাকই ছিল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্তভাবে সিরিজ জেতে বাংলাদেশ। কিন্তু কুড়ি ওভারের বিশ্ব আসরে গিয়ে সব ওলটপালট। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা। সব মিলিয়ে হতাশাজনক বছরই পার করেছে বাংলাদেশ।

গত এক বছরে বাংলাদেশ সাত টেস্ট খেলেছে। যার মধ্যে একটি ম্যাচ কেবল জিততে পেরেছে। বাকি ৬ ম্যাচের একটি ড্র। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচেই হেরেছে স্বাগতিক বাংলাদেশ। তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে ভালো ওয়ানডেতে। এই বছর ১২ ওয়ানডে খেলে ৮টিতে জিতেছে। সবচেয়ে বাজে অবস্থা কুড়ি ওভারের ক্রিকেটে, ঘরের কন্ডিশন কাজে লাগিয়ে সাফল্য পেলেও বিশ্বকাপে গিয়ে ভরাডুবি হয়েছে মাহমুদউল্লাহ-সাকিবদের।

ব্যর্থতার পর এখন সামনে তাকিয়ে সাকিব। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘হতাশাজনক। বিশ্বকাপে যেহেতু বড় একটা লক্ষ্য ছিল কিন্তু পূরণ করতে পারিনি, সেদিক থেকে হতাশাজনক। তবে এরকম আগেও হয়েছে, যার পর আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। তো আশা থাকবে নতুন বছরে আমরা যেন ভালোভাবে কামব্যাক করতে পারি এবং নিজেদের আরও উন্নতি করতে পারি।’

সাকিব মনে করেন, নতুন বছরে ভালো করতে অনেক জায়গায় উন্নতি করতে হবে, ‘অনেক জায়গায়ই (উন্নতি) দরকার আছে। ভালো খেললেও দরকার আছে, খারাপ খেললেও দরকার আছে। চেষ্টা থাকবে যেসব জায়গায় উন্নতি প্রয়োজন, সবাই মিলে বসে যেন চিহ্নিত করা যায়। সেসব জায়গায় যেন আমরা উন্নতি করতে পারি।’

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সাকিব সতীর্থদের সাহস দিচ্ছেন, ‘ব্যাটিংটাও ওখানে (নিউজিল্যান্ড) ভালো করা যায়। এমনকি শেষবার অনেকেই ১০০ করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই ১০০ করেছে। ওখানে আসলে রান করা যায়, এই বার্তাটা থাকবে সবার আগে।’

২১ জানুয়ারি বিপিএল শুরু হওয়ার কথা। এই আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি সাকিবের। এ প্রসঙ্গে বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘এখন পর্যন্ত বরিশালের সঙ্গে আসলে কথা হয়ে আছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ বরিশালের হয়ে খেলবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা