X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

রোমাঞ্চকর শেষের অপেক্ষায় কেপটাউন টেস্ট

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২, ২৩:২৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২৩:২৩

কেপটাউন টেস্ট জিতে ইতিহাস গড়তে ভারতের প্রয়োজন ৮ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার চাই ১১১ রান। ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রোটিয়ারা দিনের শেষ বলে হারিয়েছে ডিন এলগারের গুরুত্বপূর্ণ উইকেট। ফলে রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায় থাকলো সিরিজ নির্ধারণী টেস্টের চতুর্থ দিন।

প্রোটিয়াদের ২১২ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে বড় অবদান ছিল ঋষভ পান্তের। দ্বিতীয় ইনিংসে ইতিহাস গড়া এক সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভারতের বাকি ব্যাটাররা যেখানে ব্যর্থ ছিলেন, সেখানে একার লড়াইয়ে দলকে টেনে তুলেছেন উইকেটকিপার এই ব্যাটার। ১৩৯ বলে পান্তের অপরাজিত শত রানে ভারত দ্বিতীয় ইনিংসে করতে পেরেছে ১৯৮ রান। বাকিরা সঙ্গ দিতে না পারায় এই স্কোরেই থেমেছে সফরকারীরা। তাতে লিড পেয়েছে ২১১ রানের। তবে নিজের কাজটা সফলভাবে করতে পারায় ইতিহাসে উঠে গেছে পান্তের নাম। দক্ষিণ আফ্রিকায় প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। এই ইনিংসে পান্তের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল শুধু বিরাট কোহলির-২৯। পান্ত-কোহলির ৯৪ রানের জুটিটি ছিল এই ইনিংসের সবচেয়ে বড় প্রতিরোধ। কোহলি যাওয়ার পর পান্ত একাই স্কোর সমৃদ্ধ করেছেন।

প্রোটিয়াদের হয়ে ৩৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মার্কো জানসেন। ২১ রানে তিনটি নেন লুঙ্গি এনগিদি, ৫৩ রানে সম সংখ্যক উইকেট নিয়েছেন কাগিসো রাবাদাও।  

২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খুব বেশি ভালো ছিল না স্বাগতিকদের। দলীয় ২৩ রানে মোহাম্মদ সামির বলে হারায় এইডেন মারক্রামের উইকেট। তবে ডিন এলগার-কিগান পিটারসেনের দুর্দান্ত জুটিতে লক্ষ্যে অবিচল ছিল স্বাগতিকরা। দিনের শেষ বলে ৭৮ রানের এই গুরুত্বপূর্ণ জুটি ভেঙে ভারতীয় শিবিরে স্বস্তি এনে দিয়েছেন জসপ্রিত বুমরাহ। গ্লাভসবন্দি করান অভিজ্ঞ ডিন এলগারকে। সাজঘরে ফেরার আগে ৯৬ বলে ৩০ রান করেছেন অভিজ্ঞ এই ওপেনার। অপরপ্রান্তে ৪৮ রানে ক্রিজে রয়েছেন কিগান পিটারসেন। প্রোটিয়ারা ২ উইকেটে ১০১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে। এই অবস্থান থেকেও চলমান টেস্ট জিতলে ইতিহাসে নাম লেখাবেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার মাঠে ২৯ বছরের ইতিহাসে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবেন কোনও ভারতীয় অধিনায়ক। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি