X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

আজ শুরু হচ্ছে রাকিবুলদের বিশ্বকাপ মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১২:৪৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:৫০

আকবর আলীর নেতৃত্বে ঠিক দুই বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ যুবদল। দেশের ক্রিকেটে যা আজ পর্যন্ত সেরা সাফল্য। রাকিবুল হাসানের নেতৃত্বে আরেকটি বিশ্বকাপ খেলার অপেক্ষায় যুবারা। রবিবার ক্যারিবিয়ানে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন। সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হবে। দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট এইডচি-২।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় শুরুটা ভালো করা নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক রাকিবুল হাসান। সেজন্য প্রসেসগুলো ঠিকভাবে পালন করা জরুরি বলে মনে করেন তিনি, ‘আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ। খুব ভালো প্রস্তুতি নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবো। এখানে আসার পর অনুশীলন ম্যাচ খেলেছি, কন্ডিশন ও  উইকেট সম্পর্কে খুব ভালো একটা ধারনা হয়েছে। পরিকল্পনা ও প্রসেসগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে পারবো।’

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দলগুলো দেশে-বিদেশে প্রচুর ম্যাচ খেলে থাকে। সর্বশেষ আসরে আকবর-মাহমুদুলরা সব মিলিয়ে ৩৫ ম্যাচ খেলে বিশ্বকাপে গিয়েছিল। কিন্তু বর্তমান যুব দল বিশ্বকাপের ওয়ার্ম-আপসহ মাত্র ১৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে মোটামুটি ভালো করলেও শ্রীলঙ্কা সফরে গিয়ে সব ম্যাচই হেরেছে লাল-সবুজ দল। তবু নিজেদের সম্ভাবনা দেখছেন রাকিবুল। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘সব দলই তো বিশ্বকাপ জেতার জন্য আসে। সবার পরিকল্পনা থাকে চ্যাম্পিয়ন হওয়া। শেষ বিশ্বকাপে আমাদের সেই লক্ষ্য ছিল এবং প্রস্তুতি, প্রসেস ও পরিকল্পনা সফল হওয়াতেই শিরোপা জিতেছিলাম। এবার কোভিডের কারণে প্রস্তুতি নিতে পারিনি। একই ভাবে সব দলগুলোর কিন্তু প্রস্তুতির ঘাটতি রয়েছে। তো আশা করি আমরা যে প্রস্তুতি নিয়েছি, সেটা সম্ভাব্য সেরা প্রস্তুতি। সামনে যে ম্যাচগুলো আসছে, যদি পরিকল্পনার সঠিক প্রতিফলন করতে পারি। তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো।’

সেন্ট কিটসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে অধিনায়কের উত্তর, ‘এখানকার কন্ডিশন খুব কঠিন না। দুই সপ্তাহের মতো আছি, দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছি; যা ভালো হয়েছে আমাদের জন্য। ভালোভাবেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। আশা করি, ইংল্যান্ডের সঙ্গে সেরা ক্রিকেটটা খেলতে পারবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া