X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হেরে পয়েন্ট টেবিলের তলানিতে মাশরাফি-তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১৬:০৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬:০৪

তারকাদের নিয়ে বেশ শক্তিশালী দল মিনিস্টার গ্রুপ ঢাকার। রয়েছেন তামিম-মাশরাফি-মাহমুদউল্লাহ-আন্দ্রে রাসেলদের মতো ক্রিকেটার। কিন্তু এত তারকাসমৃদ্ধ হয়েও মাঠের লড়াইয়ে আলো ছড়াতে পারছে কই? বরং চার ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি! মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে সবার নিচে চলে গেছে মাহমুদউল্লাহর দল। তাসকিন আহমেদের পেস, সোহাগ গাজী-নাজমুলের ঘূর্ণিতে মাত্র ১০০ রানে অলআউট হয়েছে ঢাকা। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ১৮ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে মোসাদ্দেক হোসেনের সিলেট।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১০১ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে কঠিন কোনও সংগ্রামে পড়তে হয়নি সানরাইজার্সকে। মাশরাফির বলে দলীয় ২১ রানে ওপেনার লেন্ডল সিমন্সকে (১৬) হারানোর পর মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে বেশ অনেকখানি পথ পাড়ি দেন এনামুল হক বিজয়। দলীয় ৫৯ রানে মিঠুন (১৭) আউট হলে জয়ের একেবারে কাছে গিয়ে আউট হয়েছেন এনামুল। জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে মাশরাফির দ্বিতীয় শিকার হয়েছেন এই ওপেনার। আউট হওয়ার আগে ৪৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেছেন। তবে ইনগ্রাম ১৯ বলে অপরাজিত ২১ রানের ইনিংস খেলে জয়ে নিয়ে মাঠ ছেড়েছেন। সিলেট জয়ের বন্দরে পৌঁছায় ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে। 

ঢাকার বোলারদের মধ্যে দলের সেরা বোলার ছিলেন মাশরাফি। দীর্ঘ দিন পর ফিরেও ৪ ওভারে ২১ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। বাকি একটি উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

এর আগে সিলেটের বোলিং তোপে পড়ে মিনিস্টার গ্রুপ ঢাকা ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে। ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১০০ রান। দলের হয়ে সর্বোচ্চ রান আসে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে। ২৬ বলে ৩ চারে ৩৩ রানের ইনিংস খেলেছেন। শুভাগত হোম ১৬ বলে ১৭ রানের ইনিংস খেলেছেন। ব্যাটিংয়ের এমনই বেহাল দশা ছিল যে শেষ ৬ বলে ১২ রান করাতেই ঢাকার স্কোর তিন অঙ্কের ঘরে পৌঁছে।

সিলেটের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার ছিলেন স্পিনার নাজমুল ইসলাম। ১৮ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি। এছাড়া তাসকিন তিনটি ও সোহাগ গাজী দুটি উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি