X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আল্লু অর্জুনকে অনুকরণের কারণ জানালেন নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জানুয়ারি ২০২২, ১৭:২৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৭:৩১

ব্যতিক্রমী উদযাপনের কারণে বেশ আলোচিত বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন অপু। জাতীয় দলে অভিষেকের আগেই ২০১৮ সালের বিপিএলে ‘নাগিন’ ডান্স দেখিয়ে সাড়া ফেলেছিলেন। পরে একই উদযাপন দেখিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটেও। তার উদযাপনে অনুপ্রাণিত হয়েই ২০১৮ সালে নিদাহাস কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে নাগিন ডান্স করেছিল পুরো বাংলাদেশ। এবার বিপিএলে সিলেট সানরাইজার্সের হয়ে খেলতে নেমে ফের আলোচনায় তার উদযাপন। প্রতিবারই উইকেট পাওয়ার পর চোয়ালের নিচে দাড়িতে হাত বুলিয়ে নিতে দেখা গেছে। যা আসলে সম্প্রতি মুক্তি পাওয়া তেলুগু চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’-এ অভিনেতা আল্লু অর্জুনের ট্রেড মার্ক ভঙ্গি।

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা- দ্য রাইজ’ ঝড়ে কাঁপছে বক্স অফিস। ব্যবসা সফল ছবিটি এরই মধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বিশেষ করে আল্লু অর্জুনের অভিনয় বাড়তি নজর করেছে সবার। ছবিতে আল্লু অর্জুন দাড়িতে হাত বুলিয়ে নেওয়ার দৃশ্যটি নিজের ট্রেডমার্ক ভঙ্গি হিসেবে ফুটিয়ে তুলেছেন। তার এই ট্রেডমার্ক উদযাপন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ওই উদযাপন নিয়ে বিপিএলেও হাজির হয়েছেন নাজমুল ইসলাম অপু। তবে এই উদযাপনের পেছনে কারণ রয়েছে। যার রহস্য উন্মোচন করলেন আজ, ‘আসলে পুষ্পা ছবিটা দেখেছি। ওখানে নায়ক সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। খুব ভালো লেগেছে ওই বিষয়টা। এজন্য চিন্তা করলাম চ্যালেঞ্জ নেওয়া উচিত।’

আগের ম্যাচে তিন উইকেট নেওয়া সিলেট সানরাইজার্সের এই স্পিনার আজ নিয়েছেন আরও ৪ উইকেট। ৪ ওভারে ১ মেডেনে ১৮ রান খরচ করেছেন। এখন পর্যন্ত ২ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন। নিজের বোলিং নিয়ে নাজমুল বলেছেন, ‘আমি প্রথম ম্যাচ থেকে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করতে। উইকেট যথেষ্ট সহায়ক ছিল। তাছাড়া আমার অধিনায়ক সব সময় বলছিল এভাবে বল করা উচিৎ, খুব ভালো হচ্ছে।’ 

অবশ্য আল্লু অর্জুনের অভিনয়ে শুধু নাজমুল অপুই মুগ্ধ নন। অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারও দক্ষিণী সিনেমার নায়ককে অনুকরণ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়