X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাংলা ট্রিবিউন আয়োজিত বিশ্বকাপ কুইজ বিজয়ীরা পেলেন পুরস্কার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ১৮:২৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২১:৪০

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। গত বছর নভেম্বরের এই বৈশ্বিক টুর্নামেন্ট ঘিরে মেগা কুইজের আয়োজন করেছিল বাংলা ট্রিবিউন। ২২ দিন ধরে চলা এই আয়োজনে অংশ নিয়েছিলেন ৫ হাজার ১৮৬ জন প্রতিযোগী। এরমধ্যে প্রতিদিন ৫ জন করে মোট ১১০ জন তাৎক্ষণিক পুরস্কার হিসেবে পেয়েছেন মোবাইল রিচার্জ। তাদের মধ্যে থেকে আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ১০ জনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে। বাংলা ট্রিবিউন কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তু্লে দেওয়া হয়।

কুইজে প্রথম পুরস্কার হিসেবে ইউএস-বাংলার সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান কাপল টিকিট পেয়েছেন সাদ্দাম হোসেন। দু’জনের টিকিট ছাড়াও বসতি বে-রিসোর্টে তিন দিন-দুই রাত থাকার সুযোগ পাবেন ঢাকার এই বিজয়ী। দ্বিতীয় পুরস্কার ওয়ালটনের সৌজন্যে স্মার্টফোন পেয়েছেন তাসলিম। জোবায়ের আলম তৃতীয় পুরস্কার হিসেবে মাইক্রোওয়েভ ওভেন, নাফিস ইসলাম চতুর্থ পুরস্কার হিসেবে মাল্টিমিডিয়া স্পিকার, শামিমা ইয়াসমিন পঞ্চম পুরস্কার হিসেবে রুম হিটার, ষষ্ঠ পুরস্কার হিসেবে মারজান আক্তার ইভা রাইস কুকার, মাহাদি হাসান সপ্তম পুরস্কার হিসেবে ইলেকট্রিক টোস্টার, অষ্টম পুরস্কার হিসেবে সাইকুল ইসলাম ওয়ালটন ব্লেন্ডার, নবম পুরস্কার উম্মে হাবিবা ইসরা হ্যান্ড প্রেস মপ ও দশম পুরস্কার হিসেবে হুমায়রা মজুমদার পেয়েছেন ইলেকট্রিক কেটলি। 

বাংলা ট্রিবিউন আয়োজিত বিশ্বকাপ কুইজ বিজয়ীরা পেলেন পুরস্কার  পুরস্কার পেয়ে বিজয়ী সবাই খুবই উচ্ছ্বসিত হন। এরমধ্যে প্রথম পুরস্কার জয়ী সাদ্দাম হোসেন বলেছেন, ‘বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এমন পুরস্কার দেওয়ার জন্য। প্রথম পুরস্কার পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, ‘সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, পরেরবারও আপনারা অংশ নেবেন। এবং এরকম জয় ছিনিয়ে আনবেন। ৫ হাজার লোকের মধ্যে জয় ছিনিয়ে আনা অনেক বড় বিষয়। বাংলা ট্রিবিউনও প্রত্যেক বছর এরকম ইভেন্ট আয়োজন করবে আশা করছি। স্পন্সর প্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ।’

বাংলা ট্রিবিউন বিপণন বিভাগের কর্মীদের সঙ্গে বিশ্বকাপ কুইজ বিজয়ীরা (ছবি: নাসিরুল ইসলাম)

ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিল্টন আহমেদও এমন আয়োজনে পাশে থাকতে পেরে আনন্দিত, ‘এমন আয়োজনে ওয়ালটনকে পাশে রাখার জন্য বাংলা ট্রিবিউনকে ধন্যবাদ। ৫ হাজার ১৮৬ জনের মাঝে ১০ জনকে লটারি করে বেছে নেওয়া সহজ কাজ নয়। বাংলা ট্রিবিউন তা করতে পেরেছে সুন্দরভাবে। ভবিষ্যতে এমন উদ্যোগ নেওয়া হলে তখনও পাশে থাকার চেষ্টা করবো।’

এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা কুইজ প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সাহেল মিয়া, দ্য কানেকশনের ম্যানেজিং পার্টনার আজাদ হোসেন, বসতি বে রিসোর্টের প্রতিনিধি সিরাজদ্দৌলাহ শিপু এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলামসহ অনেকে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী