X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বিপিএলে ডিআরএসের বিকল্প এডিআরএস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২২, ২৩:১৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২৩:১৯

এবারের বিপিএলে রাখা হয়নি ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। টুর্নামেন্ট শুরুর আগেই এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অক্ষমতা প্রকাশ করেছিল। যে কারণে ঢাকা পর্বে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে খুব। অবশেষে টনক নড়েছে আয়োজকদের। পুরোপুরি না হলেও ডিআরএসের বিকল্প ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের টেকনিক্যাল কমিটি। যার নাম দেওয়া হয়েছে এডিআরএস বা অলটারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেছে বিসিবি।   

আর এই বিকল্প পদ্ধতি চালু হচ্ছে কাল চট্টগ্রামে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে। মূলত করোনার কারণে টেকনিশিয়ান সহজলভ্য না হওয়ায় ডিআরএসের মূল প্রযুক্তি ব্যবহার করতে পারছে না বিসিবি। কিন্তু বিপদে পড়ে যাওয়ায় ২৬ জানুয়ারি এক সভার আয়োজন করে বিপিএলের টেকনিক্যাল কমিটি। সেখানে ৬ দলের অধিনায়ক, কোচ ও ম্যানেজাররা উপস্থিত ছিলেন। ছিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রতিনিধি, প্রোডাকশন টিমের সদস্যরাও। পরিবর্তিত পরিস্থিতিতে যে প্রযুক্তি পাওয়া যাচ্ছে, তা দিয়েই রিভিউ সিস্টেম চালু করতে রাজি হয়েছেন সবাই।

এখন প্রশ্ন থাকতে পারে কীভাবে কাজ করবে এই এডিআরএস। মূলত রিভিউ সিস্টেমের প্রাচীন যুগেই বিপিএলকে চলে যেতে হচ্ছে। যেহেতু হকআই সরবরাহকৃত বল ট্র্যাকিং প্রযুক্তি অনুপস্থিত। সেক্ষেত্রে নিখুঁতভাবে এলবিডাব্লিউ নির্ধারণে উইকেট টু উইকেট গ্রাফিক্যালি একটি ছায়া অঞ্চল তৈরি করে বলের গতিবিধি দেখা হবে। বল স্টাম্পে আঘাত করছে কিনা সেটি বুঝতে তৈরি করা হবে স্বচ্ছ অঞ্চল। এছাড়া স্প্লিট স্ক্রিন ও সুপার স্লো মোশনেরও ব্যবহার করা হবে। স্নিকো মিটার বা আলট্রা এজ না থাকায় বল ব্যাটে লেগেছে কিনা সেটি বুঝতে ব্যবহার করা হবে স্টাম্প মাইক। সঙ্গে থাকবে তাৎক্ষণিক ফুটেজ।   

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে