X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ঢাকা ফিরছেন অধিনায়কত্ব হারানো মিরাজ!

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
৩০ জানুয়ারি ২০২২, ১৫:৪৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৭:৫৮

বিপিএলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দারুণ সময় কাটছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তার পরেও শনিবার বদলে ফেলা হয়েছে দলটির অধিনায়ক। সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিরাজের বদলে নেতৃত্ব ভার দেওয়া হয় নাঈম ইসলামকে।

দলের ভালো অবস্থাতেও মিরাজকে সরিয়ে দেওয়া এবং প্রধান কোচ পল নিক্সনের চলে যাওয়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। দলটির ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে, কাউন্টি দল লিস্টারশায়ারের ডাকে হুট করেই চলে গেছেন পল। পাশাপাশি তিনিই নাকি যাওয়ার সময় মিরাজকে চাপমুক্ত রাখতে অধিনায়কত্ব ছাড়ার প্রস্তাব দিয়ে গেছেন!

এখন অধিনায়কত্ব হারানোর কারণেই মিরাজ ঢাকা যাচ্ছেন কিনা, এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এতটুকু জানা গেছে, মিরাজের মা হুট করেই অসুস্থ হয়ে পড়েছেন। তার পাশে থাকতে রবিবার সন্ধ্যায় ঢাকায় ফিরে যাচ্ছেন। ক্রিকবাজকে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমি সকল প্রটোকল বজায় রেখে ঢাকায় যাবো। বিসিবি সিইও এবং টিমকে জানিয়েছি, আমার মা অসুস্থ থাকায় সন্ধ্যায় ঢাকায় ফিরতে চাই।’

এদিকে মিরাজের ঢাকা ফেরা প্রসঙ্গে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট মুখে কুলুপ এঁটে আছে। বাংলা ট্রিবিউনের একটি প্রশ্নে দলটির চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম বলেছেন, ‘আমাদের মধ্যে অভ্যন্তরীণ মিটিং চলছে। এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয়। এখন কিছু বলতে চাইছি না। অপেক্ষা করছি।’ কিন্তু কীসের জন্য এই অপেক্ষা, তা গোপন রাখতে চাইলেন এই কর্মকর্তা!

অবশ্য আগের দিন ইয়াসির আলম জানিয়েছিলেন, মিরাজের চাপ কমাতেই নাকি পল নিক্সন এমন পর্যবেক্ষণ দিয়ে গেছেন, ‘অধিনায়ক হিসেবে তিনি (পল নিক্সন) নাঈম ইসলামের নাম সুপারিশ করে গেছেন। আমাদের বোলিং কোচ, অ্যানালিস্ট, ম্যানেজারকে নিয়ে তিনি মিটিং করেছেন। সেখানেই পর্যবেক্ষণের কথা জানান। নিক্সনের মতে মিডল অর্ডারে মিরাজের চাপটা বেশি হয়ে যাচ্ছিল। ওখানে সে রান করতে পারছিল না। ইংলিশ কোচ হিসেবে তার চাওয়া ছিল, বিশেষ করে স্ট্রাইক রেট নিয়ে সতর্ক তিনি। মিরাজের চাপ কমাতে নিক্সন এমন পরামর্শ দিয়ে গেছেন।’ কিন্তু যে প্রক্রিয়ায় ঘটনাটি ঘটেছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ম্যাচের দুই ঘণ্টা আগে মিরাজ জানতে পারেন যে, তিনি আর অধিনায়ক নন। এভাবে হুট করে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়াটা মিরাজও মানতে পারছেন না। ক্রিকবাজকে বলেছেন, ‘ম্যাচের কয়েক ঘণ্টা আগে বলা হয়, আমি অধিনায়কত্ব করছি না এবং এটি ছিল বেশ বিব্রতকর। নিক্সন এমন কিছু বলেননি, যা থেকে বোঝা যাবে তিনি আমাকে অধিনায়ক হিসেবে চান না।’

/এফআইআর/
সম্পর্কিত
মিলারকে নিয়ে আকরাম মিথ্যাচার করছে: ফরচুন বরিশাল
কোটি টাকার লোভনীয় প্রস্তাবে বিয়ে পিছিয়ে বিপিএল খেলেছেন মিলার!
বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে নগদের ২০ লাখ টাকার পুরস্কার
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক