X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী-মোহামেডান লড়াই বলেই...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ২৩:৪৯আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২৩:৪৯

ঘরোয়া ক্রিকেটে আবাহনী-মোহামেডান দ্বৈরথ মানেই বাড়তি উন্মাদনা। জমজমাট লড়াই। যদিও সময়ের পরিক্রমায় এই দ্বৈরথের জৌলুস আগের মতো নেই। তবে একসময় আবাহনী-মোহামেডান লড়াইয়ের উত্তেজনা ছড়িয়ে পড়তো দেশের ক্রিকেট মহলে, গ্যালারিতে দেখা যেতো দুই দলের সমর্থকদের ভিড়। মাঠের বাইরের সেই দৃশ্য দেখা না গেলেও মাঠের লড়াইয়ে ঝাঁঝ থাকেই! মঙ্গলবার ঢাকা লিগের সপ্তম রাউন্ডে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দী দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে এই দ্বৈরথ।

দুই দলেই আছে ভালোমানের স্থানীয় কিছু ক্রিকেটার। শুভাগত হোম, রনি তালুকদার, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন মিলিয়ে দারুণ সব খেলোয়াড় মোহামেডানে। অন্যদিকে  মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, নাঈম শেখ, আফিফ হোসেন, শামীম হোসেনদের নিয়ে আবাহনী স্কোয়াড। তবে দুই দলের পার্থক্য গড়ে দিতে পারে দুই বিদেশি। মোহামেডানের হয়ে যদিও ফর্মে নেই মোহাম্মদ হাফিজ। তবে আবাহনীর হয়ে খেলা ভারতের হানুমা বিহারি আছেন দারুণ ফর্মে।

চলমান লিগে দুই দলের অবস্থা খুব একটা ভালো নয়। ভালো দল গড়েও ছয় ম্যাচের তিনটিতে হেরেছে মোহামেডান। অন্যদিকে তুলনামূলক তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়া আবাহনীর ছয় ম্যাচে জয় চারটিতে। মঙ্গলবারের ম্যাচে আবাহনী জিতলে কিছুটা এগিয়ে যাবে। মোহামেডান জিতলে পয়েন্ট টেবিলে আকাশি-নীলদের পাশে বসবে।

মোহামেডান অধিনায়ক শুভাগত আবাহনী ম্যাচটি গুরুত্বসহকারে নিচ্ছেন। জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার, ‘সব ম্যাচই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন যে কয়টা ম্যাচ আছে, সবই গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই ঐতিহ্যগত কারণে আবাহনীর বিপক্ষে ম্যাচে বাড়তি উত্তেজনা থাকে, আমরা চেষ্টা করবো আবাহনীকে হারাতে। গত আসরে আবাহনীর সঙ্গে একটা ম্যাচ হেরেছি, একটা ম্যাচ জিতেছি। তার ধারাবাহিকতায় আমরা জয়ের চেষ্টা করবো।’

এদিকে আবাহনীর জার্সিতে খেলা সাইফউদ্দিন মোহামেডানকে হারাতে বদ্ধপরিকর, ‘অবশ্যই আমরা জেতার জন্য খেলবো। আবাহনী-মোহামেডান ম্যাচ উত্তেজনাপূর্ণ হয়। আমরা অবশ্য বরাবরই এগিয়ে আছি মোহামেডানের চেয়ে। এটা বাড়তি কোনও চাপ নয়। নিজেদের সেরাটা খেলতে পারলে ইনশাআল্লাহ আমরা জয় পাবো।’

এদিন ঢাকা লিগে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইউল্যাব মাঠে খেলবে শীর্ষে থাকা প্রাইম ব্যাংক ও দুইয়ে থাকা শেখ জামাল এবং বিকেএসপিতে খেলবে রূপগঞ্জ টাইগার্স ও ব্রাদার্স ইউনিয়ন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
শান্তর সেঞ্চুরিতে গাজীকে উড়িয়ে দিলো আবাহনী
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা