X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চকর জয়ে অসিদের হোয়াইটওয়াশ করলো ভারত

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ১৭:৫৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৭:৫৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজে ৪-১ ব্যবধানে হারের প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিয়েছে ভারত। টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে ধোনির দল।

রোমাঞ্চকর জয়ে অসিদের হোয়াইটওয়াশ করলো ভারত সফরকারী ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছিল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে তাদের সামনে ছিল হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। অধিনায়ক শেন ওয়াটসনের দুর্দান্ত সেঞ্চুরির পরও তা এড়াতে পারলো না অসিরা। শেষ ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক শেন ওয়াটসন। তার শতকে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলে অসিরা।
১৯৮ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ঝড় তোলেন শিখর ধাওয়ান। ৯ বলে ২৬ রানের ইনিংস খেলে দলীয় ৪৬ রানে আউট হন তিনি। দলীয় ১২৪ রানে আউট হন রোহিত শর্মা। আউট হওয়ার আগে ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। ৩৬ বলে ৫০ রান করে আউট হন বিরাট কোহলি।
এরপর শুরু হয় আসল রোমাঞ্চ। হাল ধরেন যুবরাজ ও সুরেশ রায়না। শেষ ওভারে জিততে ভারতের প্রয়োজন ছিল ১৭ রান। মাত্র দ্বিতীয় মাচ খেলতে নামা এন্ড্রু টাইয়ের হাতে বল তুলে দেন ওয়াটসন। স্ট্রাইকে ছিলেন যুবরাজ সিং। ওভারের প্রথম বলে চার মারেন তিনি। পরের বলে ছক্কা মেরে ভারতকে ম্যাচে ফেরান যুবরাজ। তৃতীয় বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে আসেন রায়না। ওভারের চতুর্থ বলে রায়না দুই রান নেন। জয়ের জন্য ভারতের প্রায়োজন হয় দুই বলে চার রান। পরের বলেও দুই রান নেন রায়না। শেষ বলে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ২৫ বলে ৪৯ রান করেছেন রায়না। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ১২ বলে ১৫ রানের ইনিংস খেলেন যুবরাজ।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে অসিদের প্রথম উইকেটের পতন ঘটে। ব্যক্তিগত ১৪ রানে উসমান খাজা খাজা ফিরলেও অপরাজিত থেকে বড় সংগ্রহ এনে দেন ওয়াটসন। ওপেনিংয়ে নেমে ৭১ বলে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেন ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার। ১০টি চার ও চার ছক্কায় ৬০ বলে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূরণ করেন কয়েকদিন আগেও অসি দলে ব্রাত্য হয়ে পড়া এই অলরাউন্ডার। ট্র্যাভিস হেড ২৬ (১৯ বলে) ও বিগ ব্যাশের সেরা খেলোয়াড় ক্রিস লিন ৯ বলে ১৩ রান করে আউট হন।

ভারতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন নেহরা, বুমরাহ, অশ্বিন, জাদেজা ও যুবরাজ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা এত বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা এত বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ