X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাকা টেস্টে খেলবেন মোসাদ্দেক?

 
বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২২, ১৫:২৩আপডেট : ২২ মে ২০২২, ১৫:২৯

২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মোসাদ্দেক হোসেন। এরপর কেটে গেছে ৯৯০ দিন। এই সময়ে টেস্ট তো বটেই, প্রথম শ্রেণি ক্রিকেটও খেলেননি খুব একটা। যতটুকুই খেলেছেন, সেখানে নেই ভালো পারফরম্যান্স। তবু তাকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে। সাকিব আল হাসানকে নিয়ে সংশয় থাকার কারণেই মূলত মোসাদ্দেককে দলে অন্তর্ভুক্ত করেছিলেন নির্বাচকরা।

প্রথম শ্রেণি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কিছু না করেই টেস্ট দলে ফিরেছেন মোসাদ্দেক। ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে ব্যাটিং ও বোলিংয়ে ছিলেন নিষ্প্রভ। ২০১৯-২০ মৌসুমে ব্যাটিংয়ে ৩ ম্যাচে ৫ ইনিংসে ২৬ গড়ে ১০৪ রান করেন। আর ২০২০-২১ মৌসুমে ৩ ম্যাচে ৫ ইনিংসে ৩৭.৫০ গড়ে ১৫০ রান করেন মোসাদ্দেক। ডানহাতি এই অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ক্যাম্পে মোসাদ্দেকের অবস্থা দেখেই সিদ্ধান্ত নেবেন তারা। চট্টগ্রামের টেস্টে দারুণ বোলিং করা নাঈম হাসানের ইনজুরিতে ভাগ্য খুলতে যাচ্ছে মোসাদ্দেকের। খেলতে পারেন ঢাকা টেস্টে। অধিনায়ক মুমিনুল হকের কথায় তেমনই ইঙ্গিত।

মোসাদ্দেকের খেলার সম্ভাবনা নিয়ে মুমিনুল বলেছেন, ‘এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হয়তো ওর খেলার সম্ভাবনাই বেশি। স্পিন বিভাগ দেখুন- তাইজুল গত এক-দুই বছর ধরে খুব ভালো বল করছে। সাকিব ভাই তো গত ম্যাচে খুব ভালো করেছেন। মোসাদ্দেক খেললে ওর ভূমিকা হয়তো একটু ভিন্ন হবে। মাঝেমধ্যে এমন পরিস্থিতিতে পড়তে পারেন। এভাবেই এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে হবে।’

তবে ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেকের বোলিংয়ের দায়িত্বটা নিতে হবে। মিরপুরের উইকেট অনেকটাই স্পিন বান্ধব হয়ে থাকে। নাঈমের ইনজুরিতে তাইজুল ও সাকিবের ওপরই বড় দায়িত্ব থাকবে। পাশাপাশি মোসাদ্দেককেও বড় ভূমিকা পালন করতে হবে। অধিনায়ক মুমিনুলও সেটাই জানালেন, ‘মোসাদ্দেক যদি খেলে ওকে ভালোভাবে, বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করাটাও গুরুত্বপূর্ণ। সাকিব ভাই, তাইজুল যেহেতু আছে, ওদের নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। আশা করি, নাঈম না থাকলেও কোনও সমস্যা হবে না।’

মোসাদ্দেকের টেস্ট অভিষেক ২০১৭ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে। অভিষেকে খেলেন ৭৫ রানের দারুণ ইনিংস। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষেই ৫৩ বলে খেলেন অপরাজিত ৮ রানের লড়াকু ইনিংস। ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে ৮২ বলে উপহার দেন অপরাজিত ৪৮ রানের ইনিংস। পরের ইনিংসে তিনে নেমে ব্যর্থ হলে জায়গা হারান এই ব্যাটিং অলরাউন্ডার। দীর্ঘ বিরতির পর ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেকের সামনে দারুণ কিছু করার সুযোগ!

/আরআই/কেআর/
সম্পর্কিত
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া