X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ওপেনিং জুটি ভাঙলেন এবাদত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ১৬:৩০আপডেট : ২৪ মে ২০২২, ১৮:১৫

মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দারুণ শুরু করেছিলেন দুই লঙ্কান ওপেনার। বাংলাদেশকে প্রথম ইনিংসে ৩৬৫ রানে গুটিয়ে দেওয়ার পর উদ্বোধনী জুটিতেই তারা তুলে ফেলে ৯৫ রান। চায়ের বিরতি থেকে আসার পর এই জুটি ভেঙেছেন পেসার এবাদত হোসেন।

২২ ওভারে বিনা উইকেটে ৮৪ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় সেশনে ৩৪ ওভারে প্রথম ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ১১৭ রান। দিমুথ করুনারত্নে ক্রিজে রয়েছেন ৫২ রানে। সঙ্গী কুশল মেন্ডিস ব্যাট করছেন ৫ রানে।

প্রথম ওভারেই ফিরে যেতে পারতেন ওশাডা ফার্নান্ডো। খালেদ আহমেদের বল ব্যাটে লেগেছে ভেবে আম্পায়ার আঙুল তুলে দিলেও রিভিউ নেন লঙ্কান ব্যাটার। রিভিউতে দেখা যায় বল প্যাডে লেগে কিপারের গ্লাভসে জমা পড়েছে।

১৪.৪ ওভারে তাইজুলের বলে লেগ বিফোরের আবেদন উঠেছিল। এবারও ব্যাটার ওশাডা। আম্পায়ার আউট দেননি যদিও। বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায় বল স্টাম্পে আঘাত করলেও আম্পায়ার্স কলে বেঁচে যান লঙ্কান ওপেনার। এই সুযোগে দ্রুত ব্যাট চালিয়ে পঞ্চম ফিফটি ‍তুলে নিয়েছেন ওশাডা ফার্নান্ডো।  

সফরকারীদের চাপে ফেলবার মুহূর্তে সূবর্ণ সুযোগটি নষ্ট করেন সাকিব। ১৮তম ওভারে তার বলে ওশাডা ফিরতি ক্যাচ দিয়েছিলেন। কিন্তু সাকিব তা হাতেই জমাতে পারলেন না। চায়ের বিরতির পর অবশ্য তাকে গ্লাভসবন্দি করান এবাদত। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে এজ হয়ে জমা পড়েন প্রথম স্লিপে। বেশ কয়েকবার জীবন পাওয়া ওশাডা শেষ পর্যন্ত ফিরলেন ৯১ বলে ৫১ রান করে। এক ওভার পর তাইজুলের বলে ফিরতে পারতেন অধিনায়ক করুনারত্নেও। তাহলে লঙ্কানদের চাপে ফেলা যেত। কিন্তু শর্ট লেগে তার ক্যাচ উঠলেও সেটি লুফে নিতে পারেননি মাহমুদুল হাসান জয়। জীবন পাওয়ার পর ২৯তম ফিফটি তুলে নেন লঙ্কান অধিনায়ক।  

তার আগে টস জেতা বাংলাদেশ প্রথম ইনিংসে থেমেছে ৩৬৫ রানে। গতকালকের মতো আজকের প্রথম সেশনেও আক্রমণ হানে লঙ্কান পেস বোলিং। তাছাড়া পুরোটা সময় লঙ্কানদের ভুগিয়েছে লিটন-মুশফিক জুটি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে লিটন দাস ফিরতেই বেশি দূর যায়নি বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় সেশনে কয়েক ওভার খেলার পর ১১৬.২ ওভারে গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস।  

মিরপুরে দ্বিতীয় দিনের সকালটা নিজেদের বলতেই পারে শ্রীলঙ্কা। ২৮ ওভার বল করে ৮৪ রান দিয়েছে। বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে লাঞ্চের আগেই বাংলাদেশের প্রথম ইনিংসটা সমাপ্তির পথে দাঁড় করিয়ে দিয়েছে। ২৪৬ বলে ১৪১ রান করা লিটনকে ফিরিয়ে যার শুরুটা করেন কাসুন রাজিথা। তাতে ২৭২ রানের রেকর্ড গড়া ষষ্ঠ উইকেট জুটি ভাঙার পর বেশিক্ষণ টেকেনি স্বাগতিকদের প্রতিরোধ।  

তবে লঙ্কানদের পুরোপুরি স্বস্তিও পেতে দেননি মুশফিকুর রহিম। অপরাজিত ইনিংসে বাধা হয়ে ছিলেন অনেকক্ষণ। লাঞ্চ বিরতির পর ফিরে রান তুলতে থাকলেও সঙ্গী এবাদত টিকে থাকতে পারলেন না। দ্রুত রান নেওয়ার তাড়ায় রান আউট হতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ৩৫৫ বলে ১৭৫ রানের নিখুঁত টেস্ট ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। 

লঙ্কানদের সেরা বোলার ছিলেন দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্ডো। রাজিথা ৬৪ রানে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট। আসিথা ৯৩ রানে নেন ৪টি।প্রবীণ জয়াবিক্রমা ৩৮ ওভার বল করলেও উইকেট পাননি কোনও।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!