X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তিন ফরম্যাটে নিজের নাম আছে কিনা জানতে চাইলেন সাকিব! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ২২:১৯আপডেট : ২৬ মে ২০২২, ২২:১৯

আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলা হবে। এই সফরে ওয়ানডে সিরিজ খেলবেন না বলে মৌখিকভাবে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। যদিও চলতি সপ্তাহে ঘোষিত তিন ফরম্যাটের দলে তার নাম আছে। 

অবশ্য এসব ক্ষেত্রে নাম থাকলেও নানা সময়ে হুট করে সরে যেতে দেখা গেছে বাঁহাতি অলরাউন্ডারকে। এবারও কি তেমন কিছু হবে? এই প্রশ্ন করা হলে সাকিব সরাসরি উত্তর দেননি। উল্টো জানতে চাইলেন, তিন ফরম্যাটে তার নাম আছে কিনা!

শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বাঁহাতি অলরাউন্ডার প্রশ্নটি শুনে ‘সিরিয়াস’ মুড থেকে যেন বেরিয়ে এলেন। উত্তর না দিয়ে পাশে বসা বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামের কাছে জানতে চান, ‘(তিন ফরম্যাটে) আমার নাম নেই?’ সাকিবের প্রশ্নে সম্মতিসূচক মাথা নাড়েন রাবীদ ইমাম, বোঝান তিন ফরম্যাটেই তার নাম আছে। এরপর হাসতে হাসতে সংবাদ সম্মেলন কক্ষ ছাড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলেই তিন ফরম্যাটে সাকিবকে রেখে দল সাজিয়েছে। এ ব্যাপারে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, ‘মৌখিকভাবে সে বলেছে একটা ফরম্যাট খেলতে চাইছে না, বিশ্রামের প্রয়োজন। আবার টেস্ট খেলবে সেটা জানিয়েছে। আমরা তার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কিছু পাইনি। তাকে সব ফরম্যাটে চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে।’

ছুটি নেওয়ার ব্যাপারটি মৌখিকভাবে বিসিবিকে জানিয়ে রেখেছেন সাকিব। বিসিবি ব্যাপারটি বিবেচনায় রেখেছে, পাশাপাশি সাকিবকে আবেদনও করতে বলেছে। শ্রীলঙ্কা সিরিজ শেষে ছুটির আবেদন করার কথা অভিজ্ঞ এই ক্রিকেটারের।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন তিনি। সেখান থেকেই তার ওয়েস্ট ইন্ডিজে যোগ দেওয়ার কথা।

আনুষ্ঠানিকভাবে সূচি চূড়ান্ত না হলেও দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার কথা টেস্ট সিরিজ দিয়ে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। এরপর দ্বিতীয় টেস্ট ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২৪ জুন থেকে। টেস্টের পর তিন টি-টোয়েন্টি হবে ২, ৩ ও ৭ জুলাই। এরপর তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি