X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপে সাব্বির-সৌম্যকে বিবেচনায় রেখেছেন নির্বাচকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ২০:৫৬আপডেট : ০৮ আগস্ট ২০২২, ২০:৫৭

সাম্প্রতিক সময়ে কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। জিম্বাবুয়ে সিরিজে অপেক্ষাকৃত নবীনদের দিয়ে চেষ্টা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় সাকিব-মুশফিকদের ছাড়া দলটি। এর মধ্যে নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বির ইনজুরিতে এশিয়া কাপের দল গঠন নিয়েই দুশ্চিন্তায় নির্বাচকরা।

৮ আগস্টের মধ্যে স্কোয়াড ঘোষণার জন্য সময় বেঁধে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিসিবির আবেদনের প্রেক্ষিতে সংস্থাটি আরও তিনদিন সময় বাড়িয়ে দেয়। অর্থাৎ আগামী ১১ আগস্টের মধ্যে বিসিবিকে দল ঘোষণা করতে হবে। এদিকে বেটিং সাইটের সঙ্গে সাকিবের চুক্তির কারণে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে তার নামও ঘোষণা করতে পারছে না বিসিবি। ইতিমধ্যে সাকিবের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করার চেষ্টায় সংস্থাটি।

এদিকে দলের নিয়মিত ক্রিকেটারদের অফফর্ম এবং ইনজুরির কারণে সৌম্য-সাব্বিরদের মতো ক্রিকেটারদের নিয়ে ভাবছে নির্বাচকরা। সৌম্য সরকার জাতীয় দলের জার্সিতে সর্বশেষ কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সাব্বির রহমান তো আরও আগে, ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শেষবার খেলেন।

এই দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তি নিয়ে জালাল ইউনুস বলেছেন, এই ব্যাপারটা তো সিলেক্টরদের। তাদের মাথায় অনেক চিন্তা-ভাবনাই আছে। যেহেতু এখন চোট সমস্যা আছে, সাপোর্ট প্লেয়ারও লাগবে। সাপোর্ট প্লেয়ারে আপনি যাদের নাম বললেন (সাব্বির-সৌম্য), হয়তো তাদের নামও আছে। এই চিন্তাটা তারা করছে, আমরা একটা ব্যাকআপ রাখতে চাচ্ছি। সিলেক্টরাও চিন্তা-ভাবনা করছে, রেখেছে তাদের নাম। আর অধিনায়কের বিষয়টি দু-একদিনের মধ্যে জেনে যাবেন।

মূলত ইনজুরি কনসার্নের কারণেই এশিয়া কাপের দল দিতে এতটা বিলম্ব হচ্ছে। দলে যেন ইনজুরির কোনও সমস্যা না থাকে সেটি দেখছে বিসিবি, ‘এশিয়া কাপের দল ঘোষণার জন্য সময় নিয়েছি আমরা। ইনজুরি লিস্টটা অনেক লম্বা। সাইফউদ্দিন এখনও ইনজুরিতে, সে কাজ করছে। রাব্বিও ইনজুরড। মোস্তাফিজের ব্যথা আছে। এই কারণে আমরা একটা চূড়ান্ত লিস্ট দিতে চাচ্ছি, যেখানে ইনজুরি কনসার্ন থাকবে না। এরপর বিশ্বকাপ আছে। তাই আমরা চিন্তা করছি যে লিস্টটা দেবো, সেটা যেন আমরা এশিয়া কাপ থেকে কন্টিনিউ করতে পারি।’

/আরআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন