X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ১১:০৪আপডেট : ১০ আগস্ট ২০২২, ১২:৪৭

প্রত্যাশা ছিল জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ অনায়াসেই জিতবে বাংলাদেশ। বাস্তবে প্রকট হয়ে ধরা দিলো প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধানটা। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এখন ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হওয়ার অপেক্ষায় বাংলাদেশ! বুধবার ২-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ জিততে পারলে অন্তত কিছুটা হলেও লজ্জার হাত থেকে বাঁচার সহায় খুঁজে পাওয়া যাবে। নাহলে ১২ বছর পর হোয়াইটওয়াশের লজ্জায় পুড়বে সফরকারীরা। দুপুর সোয়া একটায় হারারে থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

সার্বিক পরিস্থিতি যে এভাবে টার্ন করবে তা বোধহয় কেউ ভাবতেও পারেনি। ওয়ানডেতে টানা ১৯ ম্যাচ জয়ের সুখস্মৃতি থাকায় এমন নেতিবাচক ভাবনা মাথায় আসারও কথা নয়। কিন্তু দায়িত্বহীন ব্যাটিং এবং বাজে ফিল্ডিংয়ে সেই ভাগ্যই বরণ করতে হয়েছে ৯ বছর পর জিম্বাবুয়ের কাছে সিরিজ পরাজয়ে। ২০১৩ সালের মে মাসে বাংলাদেশকে সর্বশেষ সিরিজে হারিয়েছিল জিম্বাবুয়ে। এবার তো হোয়াইটওয়াশ চোখ রাঙাচ্ছে। ২০০১ সালের নভেম্বরে শেষবার তারা বাংলাদেশকে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে হারিয়েছিল। লম্বা সময় পর সেই একই দুর্দশা কি আবার তাদের দেখতে হচ্ছে?

বাংলাদেশ অবশ্য শেষ ম্যাচটি জিততে মরিয়া। অন্তত বোলিং কোচ অ্যালান ডোনান্ডের কথাতে সেটি স্পষ্ট। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কঠিন শিক্ষা পাওয়ার পর যেমন হয়, দলের অবস্থা তেমনই। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি, কিছু বাজে সিদ্ধান্তও। আজ (মঙ্গলবার) সকালে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে কথা বলেছি। সিরিজ হেরেছি, কিন্তু আত্মবিশ্বাস পাওয়ার জন্য জিততে হবে।’

বেশি দিন আগের কথা নয়। দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনেও ম্যাচ জিতেছে বাংলাদেশ। হারারেতে প্রায় একই কন্ডিশনে জিততে না পারায় ডোনাল্ডের কণ্ঠে তাই আফসোস, ‘একদম একই কন্ডিশনে খেলা। কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি। কী ক্ল্যাসি একটা দল ছিলাম দক্ষিণ আফ্রিকায়, ঠিক এমন কন্ডিশনে। সেখানে আমরা কীভাবে বল করেছি, মাঝের ওভারে কীভাবে সেখানে উইকেট নিয়েছি। এখানে নতুন বলে ভালো করছি। কিন্তু মাঝের ওভারে, যেখানে উইকেট নেওয়ার আরও সুযোগ ছিল, তখন কোনও উত্তর খুঁজে বের করতে পারিনি।’

বাংলাদেশের পরিকল্পনার ঘাটতি দেখলেও জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে ভুল করলেন না ডোনাল্ড, ‘জিম্বাবুয়ে খুব ভালো খেলেছে। রাজা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। চাকাভা দেখিয়েছে তার সামর্থ্য। ওরা আমাদের চাপে ফেলেছে। আমাদের কাছে এর কোনও উত্তর ছিল না। এটা ড্রেসিংরুমে বসে দেখা কঠিন। কারণ, আপনি কিছু করতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়াটা ক্রিকেটারদের কাজ।’

এখন ড্রেসিং রুমে স্বস্তি ফিরিয়ে আনতে শেষ ম্যাচটা তামিমদের জেতা জরুরি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!