X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপের দলে কারা থাকছেন, কবে ঘোষণা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ১৮:০৪আপডেট : ১১ আগস্ট ২০২২, ২০:১৩

আগামী ২৭ আগস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে খুব বেশি দিন বাকি নেই। তবু এখন পর্যন্ত দল চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম বেটউইনার নিউজের পণ্যদূত হওয়ার কারণেই এতটা বিলম্ব। পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরি সমস্যা তো আছেই। সব মিলিয়ে দল দিতে এত সময়ক্ষেপণ। বোর্ড প্রধান অবশ্য জানিয়েছেন, কাল-পরশুর মধ্যেই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।

বেটউইনার নিউজের পণ্যদূত হওয়ার পর সাকিবকে চিঠি দিয়েছিল বিসিবি। তার পরেও চিঠির কোনও উত্তর দেননি। বৃহস্পতিবার পর্যন্ত সাকিবের চিঠির উত্তরের অপেক্ষা করার কথা। বেটউইনার নিউজের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে সাকিবকে রেখে এশিয়া কাপের দল ঘোষণার কথা বলেছেন বোর্ড প্রধান। লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বি ইনজুরিতে। তাদের কারণে দল নির্বাচনে কিছুটা প্রভাবও পড়েছে। তারা এশিয়া কাপের আগে ফিরতে পারবেন কিনা এ নিয়েও আছে আলোচনা।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বৃহস্পতিবার বেক্সিমকো কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে বেটউইনার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সাকিবকে নেওয়া হবে। আজ পর্যন্ত সাকিব নিজের মতামত জানানোর সুযোগও পাবেন।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাদের খুব শিগগিরই এশিয়া কাপের দল ঘোষণা করতে হবে। তার আগে আমাদের কতগুলো সিদ্ধান্তে পৌঁছানো দরকার। এটা নিয়েই মূলত আলোচনায় বসা। কাল (শুক্রবার) বা পরশু দিন (শনিবার) টিম দিয়ে দেবো। দেওয়ার সম্ভাবনা খুব বেশি। দলের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে।’

তার পরেই সাকিব ইস্যুতে পাপন বলেছেন, ‘সাকিবের একটা চিঠি গতকাল (বুধবার) পাওয়ার কথা ছিল। আজকের (বৃহস্পতিবার) মধ্যে চলে আসার কথা। এরপর আমরা সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। কোনও রকম (বেটিং প্রতিষ্ঠানে) সম্পৃক্ততা থাকলে অধিনায়কত্ব তো দূরের কথা, দলেই থাকবে না। সব ছেড়ে আসতে পারলেই কেবল সাকিব এশিয়া কাপে খেলতে পারবে।’

এদিকে দলের ইনজুরিসহ ক্রিকেটারদের অফফর্মের কারণে স্কোয়াডে ব্যাপক রদবদল হতে পারে। এই যেমন সৌম্য সরকারকে সুযোগ দিতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। লিটন দাস ইনজুরিতে ছিটকে গেছেন। দলে যারা ওপেনার হিসেবে ছিলেন, তাদের মধ্যে এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ারের ফর্ম নেই। ফলে নির্বাচকদের পুরনো সৌম্যর কাছেই ফিরতে হচ্ছে। সৌম্য সরকার জাতীয় দলের জার্সিতে সর্বশেষ কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে।

বিবেচনায় আছেন সাব্বিরও। তিনি তো আরও আগে, ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শেষবার খেলেন। এমন জটিল অবস্থায় সাকিবকে না পাওয়া গেলে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর কাঁধেই যেতে পারে নেতৃত্ব। জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পেলেও সোহানের ইনজুরিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। বিশ্রাম পাওয়া আরেক ক্রিকেটার মুশফিকেরও এশিয়া কাপের দলে থাকা এক প্রকার নিশ্চিত। বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। তবে টিকে যেতে পারেন এনামুল হক বিজয়। আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেনরা আছেন বিবেচনায়।

পেসার মধ্যে জিম্বাবুয়ে সিরিজে খেলা সবারই থাকার সম্ভাবনা বেশি। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ- এই চারজন আছেন ভাবনায়। বাঁহাতি স্পিনারদের মধ্যে নাসুম আহমেদ নির্বাচকদের প্রথম পছন্দ। অফস্পিনিং অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসানও আছেন। এছাড়া সদ্যই ইনজুরি থেকে ফেরা পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনও আছেন বিবেচনায়।

 /আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন