X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়লেন অলক কাপালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ১৯:২৮আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২০:৫৬

নতুন মৌসুমের কাছে দাঁড়িয়ে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অলক কাপালি। তাও এমন একটি দিনে; ২০০৩ সালের যে দিনটিতে বাংলাদেশের হয়ে টেস্টে ইতিহাস গড়েছিলেন। পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে ২৯ আগস্টেই টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিকের নজির গড়েছিলেন। 

হয়তো আরও এক মৌসুম খেললে দশ হাজার রান ছুঁয়ে ফেলতে পারতেন। সিলেটের এই ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও চালিয়ে যাবেন সীমিত ফরম্যাটের ক্রিকেট।

সোমবার ফেসবুকের এক পোস্টে অবসরের ঘোষণা দেন তিনি। গত মৌসুমে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন। 

ফেসবুক বার্তায় অলক জানিয়েছেন, তরুণদের সুযোগ করে দিতে ও পারিবারিক কারণে তার এমন সিদ্ধান্ত, ‘আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০২২-২৩ মৌসুম থেকে শুধু লিমিটেড ওভার ক্রিকেটে অংশগ্রহণ করবো।’

কাপালির প্রথম শ্রেণিতে অভিষেক ২০০১ সালে। পরের বছরই জাতীয় দলে জায়গা করে নেন। খেলেছেন ১৭টি টেস্ট। দুই হাফসেঞ্চুরিতে করেছেন ৫৮৪ রান। উইকেট নিয়েছেন ৬টি। ১৭২ ম্যাচে অলকের সংগ্রহ ৯ হাজার ১৩৮ রান। ২০টি সেঞ্চুরি ছাড়া আছে ৩৭টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২২৮। এছাড়া বল হাতে নিয়েছেন ২২৭টি উইকেট। 

২০০৬ সালের পর আর টেস্ট খেলার সুযোগ হয়নি কাপালির। জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ২০১১ সালে।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ