X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দারুণ লড়াইয়ের আভাস

রবিউল ইসলাম, সিলেট থেকে
০২ অক্টোবর ২০২২, ১৫:০৮আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৫:০৯

একটা সময় বাংলাদেশের কাছে প্রবল প্রতিপক্ষের নাম ছিল পাকিস্তান। এখন অবশ্য লাল-সবুজ জার্সিধারীরা নিয়মিতই তাদের হারাতে পারে। যদিও সেটি ওয়ানডে ফরম্যাটে। ১২ ম্যাচে ৬টি করে জয় পেয়েছে দুই দল। কুড়ি ওভারের ক্রিকেটে কিছুটা ব্যবধান থাকলেও সেখানে বাংলাদেশের উন্নতি মন্দ নয়। ২০১৮ সালের নারী এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার রুমানা-সালমারা পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল। একই মঞ্চে আরও একবার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশকে তাই কঠিন প্রতিপক্ষ মানছে পাকিস্তান।

সোমবার সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই নম্বর গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক দল। রবিবার মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ম্যাচ সেরা হওয়া তুবা হাসান। পাকিস্তানের নবীন এই লেগ স্পিনারই বলে গেলেন বাংলাদেশের ম্যাচ নিয়ে তারা কতটা সিরিয়াস, ‘আমরা কাল বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। ওরা খুব ভালো দল। আশা করি, দুই দলের ম্যাচে দারুণ লড়াই হবে।’

কন্ডিশনের কথা বললে বাংলাদেশ কিছুটা এগিয়ে। সিলেটে নিয়মিতই নিগার সুলতানারা অনুশীলন করে আসছে। এখানকার ঘাস, উইকেট সব কিছুও তাদের নখদর্পণে। পাকিস্তানের এই ক্রিকেটার মনে করেন, স্পিনাররা ভালো করলে বাংলাদেশের বিপক্ষে সেরাটা দেওয়া সম্ভব, ‘পিচ স্পিনারদের জন্য খুব সহায়ক। যদি বোলাররা ভালো করে, তাহলে পাকিস্তান সেরাটা দিতে পারবে।’

মালয়েশিয়াকে পাকিস্তান বিন্দুমাত্র সুযোগ দেয়নি। ৫৭ রানে অলআউট করে ১ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে। ১৩ রানে ২ উইকেট নেওয়া তুবা হাসান মনে করেন, ওপেনিং জুটির কারণেই তাদের জয় সহজ হয়েছে, ‘ব্যাটাররা আজ ভালো করেছে। একটা ভালো পার্টনারশিপ ছিল। তারা খুব ভালো খেলেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন