X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

মিরাজ এনে দিলেন প্রথম উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ০৮:৪৬আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৯:০৪

মেহেদী হাসান মিরাজের টি-টোয়েন্টি দলে ফেরাটা ওপেনার হিসেবে। তবে বাংলাদেশ দলকে তিনি যে ভূমিকায় শুরু থেকে বেশি সার্ভিস দিয়ে আসছিলেন, সেই বোলিংয়েও আলো ছড়িয়ে যাচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে তিনিই প্রথম উইকেট এনে দিয়েছেন। বাবর আজমকে আউট করেছেন মিরাজ।

আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের স্কোর ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭১ রান।

আবারও উদ্বোধনী জুটিতে রান পেয়েছে পাকিস্তান। পাওয়ার প্লেতে বাংলাদেশকে হতাশায় রাখলেও বেশিক্ষণ উইকেট আগলে রাখতে পারেনি তারা। অষ্টম ওভারের শুরুতেই বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ দিয়েছেন মিরাজ। ‍ডানহাতি স্পিনারের বল সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন পাকিস্তান অধিনায়ক। ফেরার আগে ২৫ বলে ৪ বাউন্ডারিতে ২২ রান করেন বাবর।

পাওয়ার প্লেতে সাফল্য নেই বাংলাদেশের

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপেনিং জুটি দুর্দান্ত। তারই ধারাবাহিকতা দেখা গেলো বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে। ওপেনিংয়ে দারুণ শুরু এনে দিয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের চমৎকার ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনও উইকেট পায়নি বাংলাদেশ।

বাবর-রিজওয়ানের ম্যাজিক্যাল ওপেনিং জুটির সাফল্য চলছেই। উইকেট ধরে রেখে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার চেষ্টা বাংলাদেশের বিপক্ষেও সচল থাকলো। পাওয়ার প্লেতে তারা উইকেট হারাতে দেয়নি পাকিস্তানকে। প্রথম ৬ ওভারে বাবর-রিজওয়ান স্কোরে জমা করে ৪৩ রান।

টস করলেন সোহান, একাদশে নেই সাকিব

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের শুরুতেই অন্যরকম দৃশ্য বাংলাদেশ দলে! টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই। তার জায়গায় বাবর আজমের সঙ্গে টস করলেন নুরুল হাসান সোহান। তিনি টস জেতায় শুরুতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই সিরিজের অফিসিয়াল ফটোসেশনে অনুপস্থিত ছিলেন নিয়মিত অধিনায়ক সাকিব। তার জায়গায় নিউজিল্যান্ড ও পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ফটোসেশন করেছিলেন সাকিবের ডেপুটি সোহান। ম্যাচেও টস করলেন এই উইকেটকিপার ব্যাটার। ভিসাসংক্রান্ত জটিলতায় সাকিবের নিউজিল্যান্ড পৌঁছাতে দেরি হয়েছে। ম্যাচেও সম্ভবত সেটির প্রভাব পড়েছে।

সাকিব না থাকায় একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বোলিং আক্রমণে তার সঙ্গে আছেন তিন পেসার-তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে ওপেনিংয়ে যথারীতি সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান