X
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০

৩০৬ রান করেও কিউই ব্যাটিংয়ে ধরাশায়ী ভারত

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ১৯:০৬আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৯:০৬

অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে ৩০৬ রানের সংগ্রহ গড়েছিল ভারত। জবাবে টম ল্যাথাম ও কেন উইলিয়ামসনের অবিচ্ছিন্ন রেকর্ড চতুর্থ উইকেট জুটিতে সেই রানও টপকে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে কিউইরা জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। তাও আবার ১৭ বল হাতে রেখে।

টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমান গিলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওপেনিংয়ে যোগ করে ১২৪ রান। গিল ৬৫ বলে ৫০ রানে বিদায় নিলে ভাঙে জুটি। তার বিদায়ে শিখর ধাওয়ানও ফিরে গেছেন পর পর। ফেরার আগে ভারপ্রাপ্ত অধিনায়কের ইনিংসটি ছিল ৭২ রানে সাজানো। দ্রুত ঋষভ পান্ত (১৫), সূর্যকুমার যাদবও (৪) ফিরে গেলে ইনিংস সামলেছেন শ্রেয়াস আইয়ার। ৭৬ বলে ৮০ রানের ইনিংস খেলে স্কোরবোর্ড তিনশোতে নিয়ে গেছেন তিনি। শেষ দিকে তাকে যোগ্য সঙ্গ দেন স্যানজু স্যামসন ও ওয়াশিংটন সুন্দর। স্যামসন ৩৮ বলে ৩৬ রান করেছেন। তবে সুন্দর ১৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় উপহার দেন ৩৭* রানের টর্নেডো ইনিংস। তাতে স্কোরবোর্ডও দ্রুত সমৃদ্ধ হয়েছে।     

টিম সাউদি ৭৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ৫৯ রানে তিনটি নেন লকি ফার্গুসনও।

জবাবে ৮৮ রানের মধ্যে ফিন অ্যালেন (২২), ডেভন কনওয়ে (২৪) ও ড্যারিল মিচেলের (১১) উইকেট নেওয়া পর্যন্তই থেমে থাকে ভারত। তার পর তাদের ওপর চড়াও হয়ে অবিচ্ছিন্ন জুটিতে ৪৭.১ ওভারে ম্যাচটা জিতে নেন কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম। কিউই অধিনায়ক কেন ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। তার ৯৮ বলে করা ৯৪ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছয়। টম ল্যাথ্যামই ছিলেন সবচেয়ে বেশি আগ্রাসী। ১০৪ বলে ১৯টি চার ও ৫ ছক্কা ১৪৫ রানে অপরাজিত থাকেন তিনি। ল্যাথাম-কেনের জুটিটি ছিল ২২১ রানের। যা সফল রান তাড়ায় চতুর্থ উইকেটে সেরা।

ভারতের হয়ে ৬৬ রানে দুটি উইকেট নেন উমরান মালিক। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত লবণ ডেকে আনে হার্টের বিপদ
বিশ্ব হার্ট দিবস আজঅতিরিক্ত লবণ ডেকে আনে হার্টের বিপদ
চেচেন নেতা কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক
চেচেন নেতা কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক
যাত্রীদের ওপর বমি করে জটলা বাধিয়ে ছিনতাই করতো তারা
যাত্রীদের ওপর বমি করে জটলা বাধিয়ে ছিনতাই করতো তারা
সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি
সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপিখালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা
বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা