বর্ষসেরা টেস্ট দলের ১১ জনের নাম প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে দলে বাংলাদেশের একজনের স্থান হলেও লাল বলের সেরা দলে কেউ স্থান পাননি। তবে বর্ষসেরা দলে অস্ট্রেলিয়া দলেরই জয়জয়কার। অজি দল থেকে জায়গা হয়েছে ৪ জনের।
দলটির অধিনায়ক করা হয়েছে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে। তাছাড়া ইংল্যান্ড থেকে জায়গা হয়েছে আরও দুই জনের। জনি বেয়ারস্টোর সঙ্গে আছেন জেমস অ্যান্ডারসন। ভারত ও পাকিস্তান থেকে জায়গা হয়েছে একজনের। ঋষভ পান্তের সঙ্গে আছেন বাবর আজম। ক্যারিবিয়ানদের হয়ে শুধু জায়গা হয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের।
আইসিসি বর্ষসেরা টেস্ট দল: উসমান খাজা, ক্রেইগ ব্র্যাথওয়েট, মার্নাস লাবুশেন, বাবর আজম, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটকিপার), প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথান লায়ন ও জেমস অ্যান্ডারসন।