X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

আফগানিস্তান টেস্ট দল ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৩, ১১:৪২আপডেট : ১০ জুন ২০২৩, ২০:২৬

আগামী ১৪ জুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। লাল বলের ক্রিকেট খেলতে দুই ধাপে ঢাকায় পৌঁছাবে আফগান দল। শনিবার সকাল ১১ টায় প্রথম গ্রুপটি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। পরে বিকাল ৫টায় দ্বিতীয় গ্রুপের সদস্যরা ঢাকায় পৌঁছে গেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা দলটি ঢাকায় পা রেখেছে আজ সকালে। অন্যদিকে বাকি ক্রিকেটাররা ক্যাম্পে ছিলেন। তারাও বিকালে এসেছেন। বিসিবির লজিস্টিক বিভাগ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে। 

মিরপুরে প্রথম টেস্ট খেলে আফগানিস্তান দলের ভারত যাওয়ার কথা রয়েছে। ঈদের ছুটি শেষে জুলাইয়ের শুরুতে আবার ঢাকায় ফিরবে আফগানরা। এরপর ৫ জুলাই শুরু হবে তিন ওয়ানডের সিরিজ, বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। ১৪ ও ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের আনুষ্ঠানিকতা। 

এবার অবশ্য স্বস্তির বিষয় যে টেস্ট দলে নেই রশিদ খান। লাল বলে রশিদ যে ভয়ঙ্কর সেই প্রমাণ মিলেছিল ২০১৯ সালে চট্টগ্রাম টেস্টে। বাংলাদেশি ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। গত বুধবার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৫ সদস্যের এই দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে এসেছেন আরও ৪ জন।

শনিবার ঢাকায় এসেই রবিবার বিশ্রাম নিয়ে সোমবার থেকে পুরোদমে অনুশীলন করবে হাশমতউল্লাহ শহীদীর দল।

আফগানিস্তান স্কোয়াড: হাসমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ (সহঅধিনায়ক), আফসার জাজাই (উইকেটকিপার), ইকরাম আলিখাইল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভীদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমদজাই ও নিজাত মাসুদ।

রিজার্ভ: নূর আলী, জিয়া আকবর, আমজাত ওমরজাই ও সৈয়দ শিরজাত।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
শান্ত দলে, মিরাজ কেন নেই?
সোহানের নেতৃত্বে খেলবে বাংলাদেশ ‘এ’ দল
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন
সর্বশেষ খবর
সৌদি পৌঁছেছেন ২৫৪২৮ হজযাত্রী
দুই জনের মৃত্যুসৌদি পৌঁছেছেন ২৫৪২৮ হজযাত্রী
ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
দুই দশকের ইতিহাসের সমাপ্তি, বন্ধ হচ্ছে স্কাইপে
দুই দশকের ইতিহাসের সমাপ্তি, বন্ধ হচ্ছে স্কাইপে
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?