X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ২৩:৩৬আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০২:১০

পুরোপুরি ফিট না হওয়ায় এশিয়া কাপে খেলছেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্বকাপের আগে নিউজিল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিমকে পাওয়া যাবে। মূলত পিঠের ইনজুরির কারণেই তামিমকে এশিয়া কাপের আগে পাওয়া যাচ্ছে না। এই কারণে তামিম এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।

বাংলাদেশ কিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

জালাল ইউনুস বলেছেন, ‘এখন যে ট্রিটমেন্ট সেটা হলো ২৮ জুলাই থেকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তামিমকে। এখানে কাল (শুক্রবার) পর্যন্ত এক সপ্তাহ কমপ্লিট রেস্ট। এরপর ১১ তারিখ পর্যন্ত হালকা রিহ্যাব। দুই সপ্তাহ এখানে চলে যাবে। এরপর খেলার মতো না হলেও তাকে নিয়ে আস্তে আস্তে কাজ করা হবে। এই সময়ে আরও দুই সপ্তাহ চলে যাবে তার নেটে আসতে। পুরোদমে অনুশীলনের ফিরতে ফিরতে ২১ তারিখ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘সবাই জানেন যে এশিয়া কাপের দল যাবে ২৬ তারিখে। তো আমরা বিসিবি প্রধান, চিকিৎসক, ফিজিও, তামিমসহ সবাই কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, এই এশিয়া কাপে তাকে ফেরানো সম্ভব হবে না।’

তবে এশিয়া কাপ মিস করলেও বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে পুরো ফিট তামিমকে পাওয়ার আশা করছেন জালাল ইউনুস, ‘তামিম নিজেই বলেছে সে নিউজিল্যান্ড সিরিজের জন্য অ্যাভেইলেবল আছে এবং পরে বিশ্বকাপ। আমরা আশা করি সে নিউজিল্যান্ডের আগে তার সঙ্গে কাজ করবে এবং নিউজিল্যান্ড ও বিশ্বকাপে ফেরানোর জন্য তার সঙ্গে সর্বোচ্চ কাজ করা হবে, সহযোগিতা করা হবে।’

তামিমও আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন নিউজিল্যান্ড সিরিজে পুরোপুরো ফিট হয়েই ফিরতে পারবেন তিনি, ‘আমিও পুরোপুরি নিশ্চিত নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারবো। যেন বাড়তি কোনও সমস্যা না হয়, এ কারণেই বাড়তি সময়টা নেওয়া। যেন আমি সেরা শেপে নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারি। এশিয়া কাপে খেলার ব্যাপারে যদি জোরাজুরি করতাম, তাহলে এশিয়া কাপ খেলতে পারতাম কিন্তু ওইটা কেউই চাচ্ছে না, এ জন্য এই সিদ্ধান্ত নেওয়া।’

/আরআই/এনএআর/
সম্পর্কিত
পাকিস্তানি লিগে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তা পর্যবেক্ষণে বিসিবি
নিজের বিভাগের উন্নতি না করে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম 
অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ