X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের অধিনায়ক প্রশ্নে পাপন, ‘এখনই বলা মুশকিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ২৩:৪৫আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০২:০৯

আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ খেলে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তামিমের ঘোষণার পর সিরিজের বাকি দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক লিটন দাস। আসন্ন এশিয়া কাপে লিটনের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা থাকলেও বিশ্বকাপে নতুন কাউকে দেখা যেতে পারে। তবে এই সিদ্ধান্ত নিতে বিসিবি ধীর চলো নীতিতে হাঁটবে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন।

তামিম ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে প্রশ্ন উঠছে। আর মাত্র ৬৫ দিন পরই বাংলাদেশ খেলতে নামবে ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচ। অথচ বড় মঞ্চে নামার আগে অধিনায়কই চূড়ান্ত নয় টাইগারদের। নতুন অধিনায়কের প্রশ্নে বোর্ড সভাপতি বলেছেন, ‘এটা তো এখনও বলা কঠিন। তামিম যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে, এটা আমি আজই জানলাম। তো এখনও বলা যাচ্ছে না। কারও সঙ্গে কথা না বলে বলতে পারছি না। যদিও আমি সবসময় বলেছি বিশ্বকাপ পর্যন্ত সে-ই (তামিম) অধিনায়ক থাকবে। এটা একটা অনিশ্চয়তা কোন ম্যাচ খেলতে পারবে, কোনটা পারবে না। এটা আসলে ওরও ভালো লাগছে না।’

তামিম দেশের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন বোর্ড সভাপতি, ‘তামিম দলের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো সে কত তাড়াতাড়ি ফিরতে পারে। এশিয়া কাপ খেলতে গেলে ঝুঁকি থেকে যায়, আমরা এটা চাই না। আমি পূর্ণ নিশ্চিত সে নিউজিল্যান্ড সিরিজে ফিরবে।’

তামিমের এমন সিদ্ধান্ত শকিং আখ্যা দিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান, ‘এটা অবশ্যই বড় ধাক্কা। হঠাৎ করে এখন একজন যাকে আমরা ওয়ানডে অধিনায়ক ঘোষণা করবো সে বিশ্বকাপ পর্যন্ত যাবে…। এটাতে কিছুটা সমস্যায় পড়তে হলো আমাদের। এখানে মূল জিনিসটা হলো দলের সবাই অধিনায়ক তামিম-সাকিব-মুশফিক।’

এক সাক্ষাৎকারে তামিম বেশ কিছু সমস্যার কথা জানিয়েছিলেন। বিষয়গুলো নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বসার কথা ছিল। সেটাই বৃহস্পতিবার (০৩ আগস্ট) রাতে বসে সমাধান করেছে দুই পক্ষ।

তামিমের পিঠের ইনজুরি দীর্ঘদিনের। কিছুটা গাফিলতিও আছে। এই কারণে গত দুই বছর ধরে পিঠের ইনজুরি থেকে মুক্ত হতে পারছেন না। বোর্ড প্রধান বিষয়টিকে বোর্ডের দায় হিসেবেই নিলেন, ‘আমার তো মেজাজই গরম হয়ে গেলো রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আমাদের আরও ইনভেসটিগেট করে বের করা দরকার। এটা যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে তাতে একটা ব্যাপার আছে। এটা হওয়ার কথা না। এটা যদি ২০২২ এ হয়ে থাকে তাহলে এতদিনে ভালো হয়ে যাওয়ার কথা। নিশ্চয়ই এটা নিয়ে অবহেলা করা হয়েছে, এ জন্যই আমাদের এ রকম কথা এখন শুনতে হচ্ছে। আগে থেকে চিকিৎসা করা হলে এতদিনে ভালো হয়ে যেত।’

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?