X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বোর্ড প্রধান পাপনের কাঁধে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ আগস্ট ২০২৩, ১৭:০০আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৮:০২

নতুন অধিনায়ক বেছে নিতে জরুরি বোর্ড মিটিং ডেকেছিল বিসিবি। কিন্তু মঙ্গলবার দুপুর দুইটায় বিসিবি কার্যালয়ে আয়োজিত সভায় বিশ্বকাপ অধিনায়কের নাম চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, অধিনায়ক নির্বাচনের জন্য বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক নিয়ে সংকটে পড়েছে বিসিবি। ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল মঙ্গলবারই অধিনায়কের ব্যাপারে বিস্তারিত জানা যাবে। শেষ পর্যন্ত সেটি হয়নি যদিও। আরও ২/১ দিন সময় লাগবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জালাল ইউনুস। মিরপুর স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আপনারা জানেন যে, আজকে আমাদের একটা ইমার্জেন্সি মিটিং ছিল। ইমার্জেন্সি মিটিং ডাকার জন্য একটা কারণ ছিল সেটা ক্যাপ্টেন্সির ব্যাপারে। মূলত এশিয়া কাপের ক্যাপ্টেন নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম।’

এরপরই ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন, বোর্ড প্রধানের ওপর অধিনায়ক নির্বাচনের দায়িত্ব হস্তান্তরের কথা, ‘আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচনের জন্য নির্বাচিত করি, অধিনায়ক নির্বাচনের জন্য আমরা তাকেই দায়িত্ব দিয়েছি। তিনি এখন ভেবে-চিন্তে যে কয়জন সম্ভাব্য প্রার্থী আছে, তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। আশা করি, আমরা দুই তিন অর্থাৎ ১২ আগস্ট আগে বিস্তারিত জানাতে পারবো।’

অধিনায়কের তালিকাতে সাকিব আল হাসান ছাড়া আরও কয়েকজনের নাম আলোচনায় আছে। তামিমের অবর্তমানে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। উইকেটকিপার এই ব্যাটারের নেতৃত্বে ওই সিরিজ জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। পাশাপাশি বয়সভিত্তিক দলে নিয়মিত নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়েও আলোচনা হচ্ছে। যদিও এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরের আগে বিসিবি অভিজ্ঞ কারও হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার কথা ভাবছে। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
দুই ম্যাচ আগেই ভারতের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী