X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি

রবিউল ইসলম, সিলেট থেকে
০৯ মার্চ ২০২৪, ০৯:৫৬আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৫:০৮

অনুশীলনের শিডিউল ছিল সকাল দশটায়। তার আগেই প্রধান কোচ হাথুরুসিংহে শিষ্যদের নিয়ে হাজির লাক্কাতুরায় অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। হয়তো নিজেদের পরিকল্পনা মিডিয়ার সামনে লুকিয়ে রাখতেই একটু আগেভাগে অনুশীলনের সিদ্ধান্ত। আগের দিন ঐচ্ছিক অনুশীলনে খুব বেশি ক্রিকেটার অংশ নেননি। তবে শুক্রবার ম্যাচের আগের দিন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ছাড়া বাকিরা ঘাম ঝরিয়েছেন। উদ্দেশ্য একটাই- শ্রীলঙ্কাকে হারিয়ে নতুন ইতিহাস গড়া। এর আগে কখনোই যে, বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অলিখিত ফাইনাল ম্যাচটি শুরু হবে শনিবার বেলা তিনটায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

অলিখিত ফাইনালে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ দল শুক্রবার সকালে কঠোর অনুশীলন করেছে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে এসে শুরুতে ওয়ার্মআপ করে স্কিল অনুশীলনে মনোযোগ দেয় পুরো দল। লিটনতো স্কিল অনুশীলনের পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছেন। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে দারুণ ইনিংস খেলেছেন তিনি। যদিও আগের ধারাবাহিকতায় সফট ডিসমিসাল হয়ে সাজঘরে ফিরেছেন। শুক্রবার নেটে ঘাম ঝরানোর পর কিপিংও অনুশীলন করেছেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রানিং করেছেন নিজে নিজেই। টি-টোয়েন্টি দলের সঙ্গে ওয়ানডে দলের ক্রিকেটাররও অনুশীলন করেন এদিন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে আগের দিন কোন পেসারই ছিলেন না। তবে ম্যাচের আগের দিনের অনুশীলনে মোস্তাফিজুর রহমান বোলিং করেছেন। আজকেও তিনি ঘাম ঝরিয়েছেন। ছিলেন না কেবল তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে আঙুলে আঘাত পেয়েছিলেন শরিফুল। ইনজুরি অতটা গুরুতর নয় যদিও। তবে শেষ মুহূর্তে একাদশে এই একটি বদলে হলেও হতে পারে। তানজিম হাসান সাকিব নেটে অনেক সময় ধরে বোলিং করেছেন। শেষ ম্যাচে হয়তো তাকে একাদশে দেখা যেতে পারে।

নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার লম্বা সময় নেট সেশন করেছেন। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প তাদেরকে পাখির চোখে পর্যবেক্ষণ করেছেন। হাথুরুসিংহেও ছিলেন সতর্ক অবস্থায়। পুরো মাঠেই ঘুরে বেরিয়েছেন তিনি। খুঁজে খুজে সমস্যা দেখলেই শিষ্যদের শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। পাক্কা সাড়ে ১২টা পর্যন্ত অনুশীলন করে পুরো দল চলে যায় ড্রেসিরুমে। সেখান থেকে স্টেডিয়ামের পাশে থাকা স্থানীয় এক মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মুসলিম ক্রিকেটাররা। নামাজ শেষ করেই তারা আবার সোজা হোটেলে চলে গেছেন।

২০১৩ থেকে লঙ্কানদের বিপক্ষে গত ১০ বছরে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। কোনওবারই সিরিজ জিততে পারেনি। ২০১৭ সালে একটি সিরিজ ড্র করেছে শুধু। শনিবার বাংলাদেশের সামনে দারুণ সুযোগ পুরোনো সেই ইতিহাস বদলে ফেলার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখন সেই প্রথমের অপেক্ষাতে গোটা দেশ, সঙ্গে ক্রিকেটাররাও। নামাজ শেষ হওয়ার পর জাতীয় দলের এক ক্রিকেটার জানালেন সেই কথাই, ‘আমাদের পুরো ফোকাস সিরিজ জয়ের দিকে। সামান্যতম ভুলও করতে চাই না। আশা করি, আগের ম্যাচের মতো ভালো ক্রিকেট খেলতে পারবো।’

বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে ঘরের মাঠে টানা তিনটি সিরিজ জয়। ইংল্যান্ড, আয়ারল্যান্ডের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশ টানা চারটি জয়ের স্বাদ পাবে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানিয়ে গেছেন তাদের লক্ষ্যের কথা, ‘আগের ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং-বোলিংয়ে পরিকল্পানগুলো বাস্তবায়ন করেছি, এক কথায় সেটাকে নিখুঁত বলা যায়। আমরা এই সিরিজ জয়ের পথেই আছি। কিন্তু সিরিজ জিততে হলে আমাদের অন্যান্য বিষয় বিবেচনা করতে হবে। এটা দিনের ম্যাচ। এখানে কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে। যদি আমাদের ম্যাচের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সিরিজ জয়ের দারুণ সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে শ্রীলঙ্কা ভালো টি-টোয়েন্টি দল।’

এদিকে, অলিখিত ফাইনালের আগে শ্রীলঙ্কার শক্তি বৃদ্ধি পাচ্ছে। শেষ ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচের আগে সিলেটে কঠোর অনুশীলন করেছে লঙ্কান পুরো দল। দ্বিতীয় ম্যাচ হারলেও তারা সিরিজ নির্ধারণী ম্যাচটি জিততে মুখিয়ে। দলটির ব্যাটিং কোচ থিলিনা জানিয়েছেন, ‘আমি মনে করি ওয়ানিন্দু দলে ফেরায় আমাদের জন্য খুব ভালো হয়েছে। দলের শক্তির পাশাপাশি মনোবলও বৃদ্ধি পাবে। তার অন্তর্ভুক্তি আমাদের দলের ব্যাটিং ও বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে। সে গত এক মাস ধরে ভালো ছন্দে আছে। এখানে ভালো করার ব্যাপারে সে আত্মবিশ্বাসী। আমরা আত্মবিশ্বাসী সিরিজ জিততে পারবো। ছেলেরা সেরাটা খেলতে মুখিয়ে আছে।’

/এফআইআর/ 
সম্পর্কিত
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
দুই ম্যাচ আগেই ভারতের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী