হ্যামস্ট্রিং ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।
অফফর্মের কারণে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে শুরুতে হাসান মাহমুদের সুযোগ হয়নি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ রবিবার প্রাইম ব্যাংকের হয়ে খেলছিলেন। বিকেএসপিতে ম্যাচ খেলা অবস্থাতেই শেষ ওয়ানডেতে জাতীয় দলে ডাক পাওয়ার খবরটি পান। ফলে খেলা চলাকালীন অবস্থায় বিকেএসপি ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েছেন এই পেসার।
প্রিমিয়ার লিগে দুই ম্যাচে খেলে প্রথম ম্যাচে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। পরের ম্যাচে ৩৩ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। আজ ৬ ওভার বোলিং করে ২৩ রান খরচ করে অবশ্য উইকেটের দেখা পাননি।
তানজিম সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বোলিং করতে গিয়েই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরে ফিল্ডিংও করেন তিনি। দ্বিতীয় ম্যাচে পুরো দশ ওভার বোলিং করেছেন। কিন্তু সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন শুরুর আগে ভালোবোধ না করায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান তানজিম সাকিবের ইনজুরি নিয়ে বলেছেন, ‘সাকিব তার ডান হ্যামস্ট্রিং নিয়ে অস্বস্তিবোধ করছিল। আজকে অনুশীলনে ভালোবোধ না করায় কালকের ম্যাচের জন্য তাকে আনফিট ঘোষণা করা হয়েছে।’
সোমবার চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। ফলে শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।