X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ১৪:২৩আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৪:৫৮

প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ম্যাচেও দেখা গেলো একই পরণতি। আগে ব্যাটিং করা বাংলাদেশকে ৯৭ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। জবাবে ১৫৭ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে অজি দল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় কেটেছে স্বাগতিকদের। আগের ম্যাচে ৯৫ রান করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে খেলেছে ৯৭ রানের ইনিংস। মামুলি এই লক্ষ্যের বিপরীতে বাংলাদেশের শুরুটা খারাপ না হলেও ছোট পুঁজিতে চাপ তৈরি করা যায়নি। ফোবি লিচফিল্ডকে (৫) রান আউটে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছিলেন ফাহিমা খাতুন। স্কোরবোর্ডে ৬ রান যোগ হওয়ার পর অধিনায়ক অ্যালিসা হিলিও সাজঘরে ফেরেন বক্তিগত ১৫ রান করে। এরপর বেথ মুনি ও এলিস পেরি মিলে ১৫ রানের জুটি গড়েন। বেথ মুনিকে  ৮ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন সুলতানা খাতুন। তারপর টাহলিয়া ম্যাকগ্রা ১২ রান করে রান আউটের শিকার হয়েছেন। অস্ট্রেলিয়া ৬০ রানে ৪ উইকেট হারালেও তাতে বিপদের মুখোমুখি হতে হয়নি। বাকি পথটা অনায়াসেই পারি দিয়েছেন এলিস পেরি ও অ্যাশলে গার্ডনার। তাদের অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটির ওপর দাঁড়িয়ে অজিরা ১৫৭ বল আগেই ৬ উইকেটে জয় নিশ্চিত করেছে।

ব্যাটিংয়ের মতো বোলিংয়ে খুব ভালো করতে পারেনি বাংলাদেশ। সুলতানা খাতুন ও রাবেয়া খান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দলের টপ অর্ডার চার ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। স্কোর ছিল ৭, ৩, ৫ ও ১। অস্ট্রেলিয়াকে অষ্টম ওভারে গিয়ে উইকেট দিলেও রান তুলতে পারছিলেন না ক্রিকেটাররা। ফারজানা হক পিকিংতো টেস্ট খেলার মন্ত্র নিয়ে নেমেছিলেন। ৫২ বলে তিনি খেলেছেন ৭ রানের ইনিংস। শুরুর এই চাপ থেকে পরে বের হতে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ঘূর্ণি জাদুতে উইকেট বিলিয়ে এসেছেন বাংলাদেশের মেয়েরা।

নাহিদার শেষ দুই জুটিতেই বাংলাদেশ ৯৭ রান করতে পেরেছে। নয়তো আরও কম রানে অলআউট হওয়ার শঙ্কায় পড়তে হতো। নবম উইকেটে সুলতানাকে সঙ্গে নিয়ে ১৬ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন নাহিদা আক্তার। ৫ রানে সুলতানার বিদায়ে এই জুটি বেশি লম্বা হয়নি। শেষ জুটিতে মারুফাকে সঙ্গে নিয়েও গড়েন ২০ রানের জুটি। নাহিদার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২২ রান। ৫ রানে অপরাজিত ছিলেন মারুফা।
 
মিরপুরের উইকেট অজি স্পিনারদের ঘূর্ণির যেন কোনও জবাব ছিল না জ্যোতিদের। পেসার মেগান নিয়েছেন মাত্র ১ উইকেট। বাকি উইকেট ঢুকেছে স্পিনারদের পকেটে। সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আজই একাদশে আসা সফি মলিনেক্স ও গার্ডনার। ২ উইকেট নেন জর্জিয়া।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
হ্যাটট্রিকের পর ফারিহা জানালেন, ‘দল সবার আগে’
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল
সর্বশেষ খবর
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে