X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল!

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ১১:৫৫আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১১:৫৫

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের আসরে নিষ্প্রভ। দলটির অন্যতম তারকা গ্লেন ম্যাক্সওয়েলের অবস্থাও একই! পরিস্থিতি প্রতিকূল হওয়ায় হঠাৎ করে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটার। আইপিএল থেকে ‘অনির্দিষ্টকালের’ জন্য বিশ্রাম নিয়েছেন তিনি। নিজেকে মানসিক ও শারীরিকভাবে চাঙা রাখতেই তার এমন সিদ্ধান্ত!

এখন পর্যন্ত সাত ম্যাচে ৬টিতে হার দেখেছে বেঙ্গালুরু। ম্যাক্সওয়েল ৬ ম্যাচে ব্যাট হাতে সেভাবে অবদানই রাখতে পারেননি। করেছেন মাত্র ৩২ রান। যে কারণে সোমবার হেরে যাওয়া রান উৎসবের ম্যাচে খেলেননি তিনি। ওই ম্যাচের পর ম্যাক্সওয়েল নিজের অবস্থা নিয়ে বলেছেন, ‘আমার মনে হয় নিজেকে শারীরিক ও মানসিক বিশ্রাম দেওয়ার এটাই সঠিক সময়। যাতে শরীরটা সেভাবে চাঙা হয়ে ওঠে।’

আইপিএলের এই বিরতিটা কতদিনের সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি ম্যাক্সওয়েল। শুধু বলেছেন, ‘টুর্নামেন্টে যদি আমাকে প্রয়োজন পড়ে, আশা করি তখন যেন আরও দৃঢ় মানসিকতা ও শারীরিক অবস্থা নিয়ে ফিরতে পারি। যার মাধ্যমে প্রভাব ফেলতে পারবো অনেক।’

ম্যাক্সওয়েলের এই ধরনের বিরতি এটাই প্রথম নয়। ২০১৯ সালে মানসিক স্বাস্থ্যের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চরিত্রের একজন হতে যাওয়া ম্যাক্সওয়েল বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য কিছুটা সহজ-ই ছিল, ‘সর্বশেষ ম্যাচের পর আমি ফাফ ও কোচের কাছে গিয়েছিলাম। তখন বলেছি, আমাদের এই অবস্থায় নতুন কাউকে দিয়ে চেষ্টা করার এখনই সঠিক সময়। আমার আসলে অতীতেও একই রকম অভিজ্ঞতা হয়েছে। যখন টানা খেলতে থাকার ধকলে নিজেকে আরও গভীর বিপদে ফেলেছি।’    

/এফআইআর/
সম্পর্কিত
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে