X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত, ‘সবার আগে উনার চাইতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৮:২৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৮:২৪

মিরপুরে সোমবার আবাহনী ও প্রাইম ব্যাংকের ম্যাচ শেষ হতেই তামিম ইকবাল সোজা চলে যান আবাহনীর ড্রেসিংরুমে। সেখানেই বেশ কিছুক্ষণ সময় ধরে নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। শান্ত-তামিমের এই বৈঠক যখন ক্যামেরাম্যানদের লেন্স খুঁজে পেলো, তখনই দুজন উঠে চলে গেলেন ড্রেসিংরুমের ভেতরের কামরায়! ওখানে বেশ খানিকক্ষণ আলাপ করেন সাবেক ও বর্তমান দুই অধিনায়ক। ওই আলাপে যে তামিমের ফেরার বিষয়টি উঠে এসেছে, সেটি স্পষ্টই বোঝা গেছে। যদিও আগের দিন বিষয়টি খোলসা না করলেও মঙ্গলবার স্বীকার করে নিলেন বাংলাদেশের অধিনায়ক।

আগের রাতে নিজেদের মধ্যকার বৈঠক নিয়ে কিছু না বললেও মঙ্গলবার এক অনুষ্ঠানে সোজাসাপ্টা অনেক কিছুই বলেছেন শান্ত, ‘আমি তো চাইবো, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টি থেকে যদিও রিটায়ার করেছেন, যদি উনি ফিট থাকেন, যে কোনও ফরম্যাটে এলেই আমরা খুশি হবো। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।’

শান্ত নিজের ভাবনা দুজনের আলোচনার সময়ে পরিষ্কার করেছেন বলেই দাবি করলেন, ‘(তামিমের সঙ্গে) সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে বলা মুশকিল। কারণ, সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন। একটু চিন্তা-ভাবনা করবেন হয়তো। ডিপিএলও চলছে। টুর্নামেন্ট শেষ হোক। আমারও একটু চিন্তা-ভাবনা করা লাগবে। এমনিতে নরমালি একটু ক্রিকেট নিয়ে... কী অবস্থা, কী আছে এসব কথাই হয়েছে।’

বিশ্বকাপের ঠিক আগে তামিমের ফেরা নিয়ে যখন কথা উঠছে, তখন বেশ কিছু প্রশ্নও উঁকি দিচ্ছে। তামিম কি তাহলে টি-টোয়েন্টিতে অবসর ভেঙে ফিরবেন?  তবে শান্তর কথাতে স্পষ্ট বাকি দুই ফরম্যাটে তিনি ফিরলেও কুড়ি ওভারে তাকে ফেরানো হচ্ছে না, ‘এই মুহূর্তে এই ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালোভাবে থিতু আছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনও মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে