X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

শাহীনের সঙ্গে দ্বন্দ্বের কথা উড়িয়ে দিলেন বাবর 

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ১৬:১৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৬:৪০

অধিনায়কত্ব নিয়ে বাবর আজমের সঙ্গে নাকি দ্বন্দ্ব চরমে পৌঁছেছে শাহীন আফ্রিদির। এমন গুঞ্জন ডালপালা মিলেছে পাকিস্তানে। যদিও সেটি বেশিদূর বাড়তে দিলেন না বাবর। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন। পুনরায় অধিনায়কের দায়িত্ব পাওয়া বাবর বলেছেন, তারা একে অপরকে পারস্পরিকভাবে সহযোগিতা করেন। এবং পাকিস্তানের ক্রিকেটের জন্য মঙ্গলজনক সেদিকে মনোযোগও রাখেন তারা। 

গুঞ্জনের সৃষ্টি হয় অধিনায়কত্বের পরিবর্তনে। ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বাবর নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। তার পরেই শাহীনকে টি-টোয়েন্টির নেতৃত্বের জন্য বেছে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দায়িত্ব বেশিদিন স্থায়ী হয়নি। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এ হারের পরই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এভাবে নেতৃত্ব থেকে অপসারণ বিতর্কেরও জন্ম নেয়। পিসিবি বাবরকে পুনরায় নিয়োগ দেওয়ার পর শাহীনের যে বিবৃতি ব্যবহার করেছে, সেটা নাকি পাকিস্তানি এই পেসার কখনও বলেননি!  

এখন নতুন করে দায়িত্ব পাওয়ার পর নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে শাহীনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন বাবর আজম। তিনি পরিষ্কার করেছেন, দুজনের মধ্যে কোনও ধরনের দ্বন্দ্ব নেই, ‘আমি এটা পরিষ্কার করতে চাই যে শাহীন ও আমার সম্পর্কটা কিন্তু নতুন নয়। অনেক দিনের। আমরা যে কোনও পরিস্থিতিতেই একে অপরকে সহায়তা করি। আমাদের লক্ষ্যই থাকে সবার প্রথমে পাকিস্তানের কথা ভেবে কাজ করা।’

তিনি বলেছেন ব্যক্তিগত গৌরব নিয়ে পড়ে থাকে এমন কেউ তার দলে নেই, ‘আমরা কখনও ব্যক্তিগত গৌরব নিয়ে পড়ে থাকি না। সৌভাগ্যবশত আমার দলে সেসব উপাদান নেই।’

/এফআইআর/      
সম্পর্কিত
সর্বশেষ খবর
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’