X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, ২০:৩৮আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২০:৩৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে সফল দুটি দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। শেষ হওয়া ১৬টি মৌসুমে এখন পর্যন্ত শুধু তারাই পাঁচটি করে ট্রফি জিতেছে। বাকি দলগুলো তাদের ধারেকাছেও নেই। দুটি ফ্র্যাঞ্চাইজিতে খেলা কিছু খেলোয়াড়দের মধ্যে অন্যতম হলেন আম্বাতি রাইডু। রোহিত শর্মার পর তিনিই দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড ছয়বার আইপিএল ট্রফি জিতেছেন।

২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বাইয়ে খেলে তিনটি শিরোপা জেতেন রাইডু। পরের বছর চেন্নাইয়ে যোগ দিয়ে গত আসরে আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। দুটি সফল দলের সঙ্গে দীর্ঘদিন থেকে ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে তার, যা বর্ণনা করেছেন স্টার স্পোর্টসের কাছে।

দুই দলের সংস্কৃতি সম্পর্কে রাইডু বলেছেন, ‘চেন্নাই প্রক্রিয়ার দিকে বেশি মনোযোগ দেয়। তারা ফল খুব বেশি বিশ্লেষণ করে না। ফলের ভিত্তিতে তাদের ভাবমূর্তি একেক সময় একেক রকম হয় না। মুম্বাই একটু আলাদা। তারা সবচেয়ে বেশি চায় জয় এবং তাদের সংস্কৃতি হলো অনেকটা জয়ের ওপর সবকিছু নির্ভরশীল। তাদের সংস্কৃতি এরকম- জিততেই হবে। জয়ের সঙ্গে আপস করা যাবে না।’

রাইডু আরও বললেন, ‘চেন্নাই ও মুম্বাই দুই দলের ভিন্ন সংস্কৃতি কিন্তু দিন শেষে তারা অনেক পরিশ্রম করে। আমি মনে করি চেন্নাইয়ে অনেক ভালো পরিবেশ। আপনার ব্রেইন ফেটে যাবে, যদি মুম্বাইয়ে দীর্ঘ সময় থাকেন।’

দুই দলের সংস্কৃতির ভিন্নতা নিয়ে রাইডু বলে গেলেন, ‘আমি যখন মুম্বাইয়ে খেলতাম, আমার খেলার অনেক উন্নতি হয়েছিল। আপনি যদি ম্যাচ না জেতেন, তাহলে তারা কোনও অজুহাত দেখতে চাইবে না। দিন শেষে আপনাকে পারফর্ম করতে হবে। মুম্বাইয়ের পরিবেশে আপনি উন্নতি করতে থাকবেন। আর চেন্নাইয়ের পরিবেশে আপনি উন্নতি করবেন, কিন্তু কোনও ধরনের বাধা ছাড়া।’

/এফএইচএম/
সম্পর্কিত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত