X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ১৩:৪৫আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৩:৪৫

গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেন মার্কাস স্টয়নিস। তারপর ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে তার নাম কাটা পড়ে। তবে চুক্তিতে না থেকেও পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলের জার্সি গায়ে দিতে আশাবাদী এই পেস অলরাউন্ডার। আইপিএলে মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের মাঠে ইতিহাস গড়া ব্যাটিংয়ের পর চুক্তি থেকে বাদ পড়া ও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা নিয়ে কথা বলেন স্টয়নিস।

চেপুকে ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে লখনউ সুপার জায়ান্টস। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে একাই ম্যাচ বের করে নেন স্টয়নিস। লোকেশ রাহুল, নিকোলাস পুরান ও দীপক হুদার সঙ্গে দারুণ কয়েকটি জুটি গড়ে তিন বল হাতে রেখেই লখনউকে জেতান তিনি। চেপুকে এই মৌসুমে প্রথম জয়ের স্বাদ পাওয়া দল তারা। আর রান তাড়া করতে নেমে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েন স্টয়নিস। ৬৩ বলে করেন অপরাজিত ১২৪ রান।

শেষ ওভারে যখন ১৭ রান প্রয়োজন, তখনও নির্ভয়ে মোস্তাফিজুর রহমানকে খেলে গেলেন আগ্রাসী হয়ে। মাত্র তিন বলেই সেই রান তুলে নিলেন স্টয়নিস। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দিয়ে এমন ইনিংস খেলে সম্ভবত নির্বাচকদের সুনজরে পড়ে গেছেন তিনি। যারা তাকে চুক্তি থেকে বাদ দিয়েছে, তারাও হয়তো ভাবনায় পড়ে গেলেন।

চুক্তিতে না থাকলেও বিশ্বকাপ দলে থাকতে আশাবাদী স্টয়নিস, ‘আমার সঙ্গে দলের কোচের সম্পর্ক খুবই ভালো। চুক্তি তালিকা থেকে বাদ পড়ার বিষয়টা আমি অনেক আগে থেকেই জানতাম। উঠতি প্রতিভাদের সুযোগ দেওয়া সব সময়ই উচিত, আমিও তাই করেছি। ওরা আমার জায়গাটা নিতে পারলে আমি খুশিই হবো। কিন্তু খেলার কথা যদি বলি, তাহলে অবশ্যই আমি চাইবো নিজের সেরাটা দিয়ে খেলতে এবং দলের জন্য পারফর্ম করতে। আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছি। চুক্তিতে নাম না থাকলেও বিশ্বকাপ খেলতে সমস্যা হবে না আশা করি।’

/এফএইচএম/
সম্পর্কিত
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে পাঞ্জাবকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
সর্বশেষ খবর
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?