দিলারা দোলা, নামটা পরিচিত নয়। কিন্তু নিজের কীর্তিতে বাংলাদেশের নারী ক্রিকেটে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন তিনি। আবাহনীর এই ব্যাটার ঢাকা প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করলেন। শুক্রবার তার সঙ্গে স্বর্ণা আক্তারের সেঞ্চুরিতে জাহিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে চারশ পার করে আবাহনী।
আজ সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে দিলারা তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন ৫৪ বল খেলে। ২০২২-২৩ মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে করা জেসিয়া আক্তারের ৬৬ বলের সেঞ্চুরিকে পেছনে ফেললেন তিনি।
১৩ চার ও ৫ ছয়ে সাজানো দিলারার ইনিংস শেষ হয়েছে আর কিছুটা পরে। ৫৮ বলে ১০৪ রান করেন তিনি। কিপার-ওপেনারকে বোল্ড করেন পূরবী পাটোয়ারী।
দিলারার সঙ্গে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে দাপট দেখান স্বর্ণা। ৯০ বলে ১১৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি। ১০ চার ও পাঁচ ছয় মারেন এই ব্যাটার।
স্বর্ণা ও দিলারার ব্যাটে বড় সংগ্রহের ভিত গড়ে আবাহনী। শেষ দিকে নাহিদা আক্তারের ২৩ বলে ৩৫ ও অধিনায়ক জাহানারা আলমের ১৫ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসে চারশ পার করে দল।
এই মৌসুমের শুরুতে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে মোহামেডানের করা ৩৯২ রানের ইনিংস টপকে যায় আবাহনী।