X
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
৩ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৪, ২৩:৫৯আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২৩:৫৯

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা না হলেও এই টুর্নামেন্টের একটি সম্ভাব্য সূচি আইসিসিকে পাঠিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানের গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 

প্রস্তাবিত সূচি অনুযায়ী, গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। অংশগ্রহণকারী সব দেশ আইসিসির কাছে খসড়া এই গ্রুপ নিয়ে তাদের সমর্থন জানিয়েছে। বাকি আছে ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের সরকারের সঙ্গে আলোচনার পর টুর্নামেন্টের বিষয়ে তাদের অবস্থান চূড়ান্ত করবে।

আগামী ১ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ রেখেছে পিসিবি। দুই দলের এই ম্যাচটি বিশ্বব্যাপী ক্রিকেটভক্তদের জন্য গুরুত্বপূর্ণ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি। এছাড়া ভারতের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বিষয়টি নিয়ে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, লাহোরে সেই ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও পুরো বিষয়টিই নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। ২০২৩ সালে শেষবার পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করেছিল। কিন্তু পাকিস্তানের মাটিতে ভারত খেলতে অস্বীকৃতি জানালে হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি আয়োজন করা হয়।

এদিকে, ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সুরক্ষাজনিত কারণে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে। এই ভেন্যুতে হবে মোট সাতটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচসহ করাচিতে রাখা হয়েছে তিনটি ম্যাচ। রাওয়ালপিণ্ডিতে পাঁচটি ম্যাচ রাখা হয়েছে। করাচিতে হবে একটি সেমিফাইনাল, অন্যটি পিণ্ডিতে। তবে ফাইনাল হবে লাহোরে।

/আরআই/এমএস/
সম্পর্কিত
অজি স্পিনারের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ 
চোট ধাক্কা, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন আফগান স্পিনার
জানুয়ারির মাসসেরা ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিক্যান
সর্বশেষ খবর
ঋত্বিক ঘটক স্মরণে কাওসার আহমেদ চৌধুরীর গান
ঋত্বিক ঘটক স্মরণে কাওসার আহমেদ চৌধুরীর গান
সুজন গুলশানে, তালহা প্রাইম ব্যাংকে, মোহামেডানে বাবুল
সুজন গুলশানে, তালহা প্রাইম ব্যাংকে, মোহামেডানে বাবুল
সিএনজি অটোরিকশা চালকদের জেল-জরিমানার সিদ্ধান্ত বাতিল
সিএনজি অটোরিকশা চালকদের জেল-জরিমানার সিদ্ধান্ত বাতিল
সাকিবকে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলস
সাকিবকে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলস
সর্বাধিক পঠিত
কবি সোহেল হাসান গালিব কারাগারে
কবি সোহেল হাসান গালিব কারাগারে
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন
মোহাম্মদপুরের হাইক্কার খাল উদ্ধারের উদ্যোগ
মোহাম্মদপুরের হাইক্কার খাল উদ্ধারের উদ্যোগ
ময়মনসিংহ মেডিক্যালে বিএনপিপন্থি চিকিৎসকদের গ্রুপিং, সমস্যা ‘বহিরাগতকে’ নিয়ে
ময়মনসিংহ মেডিক্যালে বিএনপিপন্থি চিকিৎসকদের গ্রুপিং, সমস্যা ‘বহিরাগতকে’ নিয়ে
ফুলের দোকানে ভাঙচুরের পর ঘুড়ি উৎসব স্থগিত
ফুলের দোকানে ভাঙচুরের পর ঘুড়ি উৎসব স্থগিত